সংবাদদাতা, বনগাঁ : মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে রাজ্য জুড়ে সংখ্যালঘু (minority) সম্মেলন হচ্ছে। গত ১২ বছর সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী কী কী উন্নয়ন করেছেন তা নিয়ে একটি পুস্তিকা প্রকাশ করা হয়েছে। সেগুলি নিয়ে নিজের নিজের এলাকায় প্রচারের নির্দেশ দিলেন রাজ্য তৃণমূল সহসভাপতি জয়প্রকাশ মজুমদার।
আরও পড়ুন-পর্যালোচনা সভায় ঐক্যবদ্ধ তৃণমূল পরিবারের ছবি
মঙ্গলবার উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ সাংগঠনিক জেলা গোবরডাঙা টাউন হলে তৃণমূলের সংখ্যালঘু সেলের পক্ষ থেকে জেলা কর্মী সম্মেলন করে। সেখানে জয়প্রকাশ বললেন, শান্ত রাজ্যকে অশান্ত করতে চাইছে বিজেপি ও তার সঙ্গী আইএসএফ। এদের সঙ্গে জুটেছে কংগ্রেস ও সিপিএম। কিন্তু সংখ্যালঘুরা বুঝে গিয়েছেন কে তাঁদের বন্ধু। মুখ্যমন্ত্রী যেভাবে তাঁদের জন্য উন্নয়ন করেছেন, তাতে তাঁরা বুঝেছেন উনিই তাঁদের প্রকৃত বন্ধু। সম্মেলনে জয়প্রকাশ ছাড়াও ছিলেন জেলা তৃণমূল সভাপতি বিশ্বজিৎ দাস ও একাধিক নেতা।
আরও পড়ুন-কৃষি-শিল্পকে এগিয়ে দেবে নতুন কেশবপুর সেতু
বিশ্বজিৎ বলেন, রাজ্যে যেভাবে মুখ্যমন্ত্রী উন্নয়নের জোয়ার এনেছেন, তাতে আগামী পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনের সংখ্যালঘু-সহ সকলেই তৃণমূলকে বিপুল ভোটে জয়ী করবে। কিছু বিরোধী নেতা তৃণমূলকে কালিমালিপ্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। কেন্দ্রীয় সংস্থা বিজেপির অঙ্গুলিহেলনে কাজ করছে। তবে তাতে কোনও কাজ হবে না।