শুক্রবার কালীঘাটে কুমারস্বামী, বীরভূম বৈঠক

পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলার সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার নিজে জেলার প্রতিটি ব্লক ও বুথ ধরে আলোচনা করবেন। প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

Must read

প্রতিবেদন : আগামী শুক্রবার বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে জেলা সফরে গিয়ে বোলপুরে একটি চা-চক্রে বীরভূম জেলা নেতৃত্বকে দলনেত্রী জানিয়ে দেন, এই জেলার সংগঠন তিনি নিজেই দেখবেন। এই বৈঠকের পর ওইদিনই আরও একটি মেগা বৈঠক রয়েছে নেত্রীর। কর্নাটকের দু’বারের মুখ্যমন্ত্রী জেডি(এস) নেতা এইচ ডি কুমারস্বামী কলকাতা আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে। জাতীয় রাজনীতির পরিসরে যা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন-তিনদিনের সফরে পুরীতে

২৩ মার্চ ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের বৈঠকের পরদিনই আরও একটি এই ধরনের মেগা বৈঠক করতে চলেছেন দলনেত্রী। এর আগে সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব বৈঠক করে গিয়েছেন। কর্নাটকে একই সঙ্গে বিজেপি ও কংগ্রেসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন দেবেগৌড়া। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দাক্ষিণাত্যের এই নেতার দীর্ঘদিন ধরে বেশ ভাল সম্পর্ক। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এই মেগা বৈঠকগুলি নিঃসন্দেহে চাপ বাড়াবে বিজেপির।

আরও পড়ুন-বকেয়া আটকে রাখার চক্রান্ত, ২৯-৩০ পথে নামছেন মুখ্যমন্ত্রী

বীরভূম জেলার সংগঠন দেখভালের জন্য একটি কমিটি করে দিয়েছেন নেত্রী। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জেলার সংগঠনকে আরও শক্তিশালী করতে এবার নিজে জেলার প্রতিটি ব্লক ও বুথ ধরে আলোচনা করবেন। প্রয়োজনীয় নির্দেশ দেবেন।

Latest article