প্রতিবেদন : আদানি ইস্যুতে বিজেপি সরকারকে একজোটে এবার সাঁড়াশি আক্রমণে নেমেছে তৃণমূল কংগ্রেস। এবার তাদের হাতিয়ার ভিডিও বার্তা। তৃণমূল সাংসদ সৌগত রায়, জহর সরকার, সুস্মিতা দেব, মহুয়া মৈত্র সহ একাধিক সাংসদ ভিডিও বার্তার মাধ্যমে আদানিকে গ্রেফতার করার দাবি জানিয়েছেন। সঙ্গে মোদি সরকার এবং আদানির যোগসাজশের প্রসঙ্গ তুলেছেন। সেখানে তাঁরা দাবি জানিয়েছেন এক লক্ষ কোটি টাকার ঘোটালার তদন্তের জন্য।
আরও পড়ুন-দিনের কবিতা
ভিডিও বার্তার মাধ্যমে তৃণমূল সাংসদরা বলেছেন, এক লক্ষ কোটি টাকার ঘোটালার বিষয়ে কেন্দ্রীয় সরকার কথা বলতেই রাজি নয়। ট্রেজারি বেঞ্চ হাঙ্গামা করে সংসদের কাজকর্ম অচল করে দিচ্ছে। সাধারণ মানুষের সমস্যা তুলে ধরার জন্য পার্লামেন্টে বিরোধীরা তাদের বক্তব্য রাখার সুযোগ পাচ্ছেন না। তৃণমূল সংসদরা ভিডিও বার্তার মাধ্যমে একযোগে দাবি জানিয়েছেন অবিলম্বে আদানিকে গ্রেফতার করা হোক, তার সঙ্গে যারা তাকে এই কাজে সাহায্য করেছে অর্থাৎ সেবির প্রধান, এলআইসি প্রধান, এসবিআই-এর প্রধানকেও গ্রেফতার করা হোক।
আরও পড়ুন-১০০ দিনের কাজে বঞ্চনা, ব্লকে ব্লকে দু’দিন প্রতিবাদ
স্বৈরতন্ত্র : মঙ্গলবার তৃণমূলের প্রতিবাদে সংসদরা যে সাদা রঙের টুপি পড়েছিলেন সেখানে পাশাপাশি মোদি এবং আদানির ছবি দেওয়া ছিল নিচে লেখা ছিল অ্যারেস্ট আদানি। তৃণমূলের বক্তব্য, রাজধানী দিল্লির কোনও দোকান ভয়ে এটি ছাপতে চায়নি। পরপর ছটি দোকান থেকে না করার পর অবশেষে নয়ডার একটি দোকান থেকে বেশি টাকা খরচ করে এই টুপি ছাপানো হয়েছে।
আরও পড়ুন-১০০ দিনের কাজে বঞ্চনা, ব্লকে ব্লকে দু’দিন প্রতিবাদ
মামলা : কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ তুলে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টে মামলা করতে চলেছে আঞ্চলিক দলগুলি। সেই ওকালতনামায় স্বাক্ষর করেছে তৃণমূল ও। তৃণমূল ছাড়া আরও ৮টি দল এই নথিতে স্বাক্ষর করেছে।