নিউ ইয়র্ক, ২১ মার্চ : জোড়া ক্যানসার থেকে আপাতত মুক্ত তিনি। অনুরাগীদের খুশির খবর শুনিয়েছেন কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভা। জানুয়ারির শুরুতে ১৮ গ্র্যান্ড স্ল্যাম জয়ী চেক-আমেরিকান তারকা জানিয়েছিলেন, তিনি স্তন ও গলার ক্যানসারে আক্রান্ত। চিকিৎসা চলছে। তিন মাস পর এক টেলিভিশন সাক্ষাৎকারে ৬৬ বছরের নাভ্রাতিলোভা জানিয়ে দিয়েছেন, তিনি এখন ক্যানসার-মুক্ত।
আরও পড়ুন-ফ্রান্সের অধিনায়ক এমবাপে
১৮ গ্র্যান্ড স্ল্যামের মধ্যে শুধু উইম্বলডন সিঙ্গলসেই ন’বার চ্যাম্পিয়ন হয়েছেন নাভ্রাতিলোভা। তিনি বলেছেন, ‘‘মাত্র দু’সপ্তাহ আমাকে ক্যানসার প্রতিরোধক রেডিয়েশন নিতে হয়েছে। এটা আমাকে সুস্থ করে তুলেছে। তবে আরও প্রতিরোধক নিতে হবে বক্ষস্থল স্বাভাবিক অবস্থায় ফেরাতে।’’
২০১০ সালে প্রথমবার স্তন ক্যানসারে আক্রান্ত হন নাভ্রাতিলোভা। সেরে উঠেছিলেন। কিন্তু গত বছর নভেম্বরে গলার ক্যানসার ধরা পড়ে।
আরও পড়ুন-উত্তরে বাড়বে বৃষ্টি কমে যাবে দক্ষিণে
টেনিস কিংবদন্তি বলেছেন, ‘‘গত বছর নভেম্বরে জোড়া ক্যানসারে আক্রান্ত হওয়ার পর ভয় পেয়ে গিয়েছিলাম। সামনেই ক্রিসমাস ছিল। ভেবেছিলাম এবার পারলেও পরের বছরের ক্রিসমাস পালন করতে হয়তো পারব না। তবে এখন আমি অনেক স্বস্তিতে। আমি খেতে খুব ভালবাসি। কিন্তু চিকিৎসা চলাকালীন খাওয়াদাওয়ার পর্বটা খুব কঠিন ছিল। কারণ, গলায় ও মুখে প্রোটোন থেরাপির রেডিয়েশনের প্রভাব পড়ে। শরীর খাওয়ার ধকল নিতে পারত না। যদিও সাত সপ্তাহের স্বাভাবিক কোর্সের মধ্যে মাত্র তিন সপ্তাহেই কাজ হয়েছে।’’