মুম্বই, ২৪ মার্চ : মেয়েদের আইপিএলের (ডব্লুপিএল) ২১তম ম্যাচে প্রথম হ্যাটট্রিক। মুম্বই ইন্ডিয়ান্সের বোলার ইসি উওং উদ্বোধনী টুর্নামেন্টে প্রথম হ্যাটট্রিক করে নজির গড়লেন। তাঁর বোলিং বিক্রমে ডব্লুপিএলের এলিমিনেটরে ইউপি ওয়ারিয়র্সকে ৭২ রানে হারিয়ে ফাইনালে চলে গেল মুম্বই।
রবিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে খেতাবি লড়াইয়ে হরমনপ্রীত কৌরের দল মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের।মুম্বই প্রথমে ব্যাট করে নাট সিভার ব্রান্টের (অপরাজিত ৭২) দাপটে ২০ ওভারে করে ৪ উইকেটে ১৮২ রান। জবাবে ইউপি-র ইনিংস গুটিয়ে যায় ১১০ রানে।
আরও পড়ুন-নেত্রীর নেতৃত্বে জোট বাঁধছে বিরোধীশক্তি
ইউপি ব্যাটিংয়ের ১৩তম ওভারে হ্যাটট্রিক করেন ইসি। ওভারের দ্বিতীয় বলে কিরণ নবগিরেকে আউট করেন তিনি। ২৬ বলে ৪৩ রান করে দলকে টানছিলেন কিরণ। কিন্তু তিনি আউট হওয়ার পর চাপে পড়ে যায় ইউপি। তৃতীয় বলে ফেরান শিমরন শেখ। আর চতুর্থ বলে সোফি একলেস্টোনকে আউট
করে হ্যাটট্রিক পূর্ণ করেন ইসি। হ্যাটট্রিক-সহ ৪ উইকেট নেন মুম্বইয়ের ইংরেজ পেসার। তবে ম্যাচের সেরা হয়েছেন নাট সিভার।