নেত্রীর নেতৃত্বে জোট বাঁধছে বিরোধীশক্তি

শুক্রবার বিকেলে কালীঘাটে নেত্রীর বাসভবনে বৈঠক করে গেলেন জেডি(এস) নেতা ও কর্নাটকের দু’বারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী

Must read

প্রতিবেদন : একের পর এক বিরোধী দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিকেলে কালীঘাটে নেত্রীর বাসভবনে বৈঠক করে গেলেন জেডি(এস) নেতা ও কর্নাটকের দু’বারের মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামী। এদিন প্রায় আধঘণ্টার বৈঠকে ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এর আগে গত সপ্তাহে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করে গিয়েছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব।

আরও পড়ুন-যৌথ নেতৃত্বেই বীরভূমে লড়বে তৃণমূল

২৩ মার্চ ভুবনেশ্বরে ওড়িশার মুখ্যমন্ত্রী ও বিজেডি নেতা নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করেন নেত্রী। এরপর দিল্লিতেও আপের ডাকা বৈঠকে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সেখানেও বিজেপি বিরোধী দলগুলির নেতা-নেত্রীরা একসঙ্গে বসে ঠিক করবেন ভবিষ্যতে পরিকল্পনা। আসলে লক্ষ্য ২০২৪-এর লোকসভা নির্বাচন। এই যুদ্ধে নামার আগে বিভিন্ন অবিজেপি ও অকংগ্রেসি দলগুলির সঙ্গে একটু একটু করে বিরোধী পরিসরের সলতে পাকাচ্ছেন সকলে। অবশ্যই যার মধ্যমণি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন-সিপিএম জমানায় সীমাহীন দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের ঘোষণা শিক্ষামন্ত্রীর

লোকসভা নির্বাচনের আর এক বছর বাকি। এই বৈঠকগুলি নিয়ে সেভাবে কেউ কোনও কথা না বললেও গত ২৩ মার্চ নবীন পট্টনায়েককে পাশে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাংবাদিকদের উদ্দেশ্যে বলা, আপনারা অপেক্ষা করুন ‘সঠিক সময়ে গোল্ডেন বক্স’ উত্তর পাবেন, এই উক্তিটিকেই ভবিষ্যতের দিকনির্দেশিকা হিসেবে ধরতে হবে।

Latest article