ভারতের মহিলা বক্সার (Boxer) নিখাত জারিন (Nikhan Zareen) এই নিয়ে টানা দ্বিতীয়বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতেছেন। নিখাত ভিয়েতনামের নগুয়েন থি ট্যামকে ৫-০ হারিয়ে এই কৃতিত্ব অর্জন করলেন। আজ রবিবার, ২৬ মার্চ দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়ামে তাঁর জন্য ফের গর্বিত হল ভারত। গত বছরের মে মাসেও এই টুর্নামেন্টে সোনা জিতেছিলেন নিখাত জারিন।
আরও পড়ুন-রবিবার কেরলের কোচিতে জরুরী অবতরণ এএলএইচ ধ্রুব মার্ক থ্রি হেলিকপ্টারের
ফাইনাল ম্যাচে নিখাত শুরু থেকেই দুর্দান্ত পারফর্ম করেন। প্রথম রাউন্ডে এগিয়ে যান তিনি। দ্বিতীয় রাউন্ডেও নিজের লিড অব্যাহত রাখেন এবং তৃতীয় রাউন্ডে, ভিয়েতনামের বক্সারকে দমিয়ে রাখেন। ভিয়েতনামের এই বক্সারের অবস্থা জানতে ম্যাচ বন্ধ করে দেন রেফারি। এখান থেকেই নিখাতের জয়ের সিদ্ধান্ত হয়। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে ম্যাচ জিতে নেন নিখাত জারিন।
আরও পড়ুন-পশ্চিমবঙ্গে গঙ্গায় দূষণ ঠেকাতে মাস্টার প্ল্যান রাজ্য সরকারের
এক নজরে নিখাত জারিন এর কৃতিত্ব
২০১১ সালে মহিলা জুনিয়র যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন
২০১৪ যুব বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সিলভার পদক জিতেছেন
২০১৪ সালে নেশন্স কাপ আন্তর্জাতিক বক্সিং টুর্নামেন্ট জিতেছেন
২০১৫ সালে সিনিয়র মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ জিতেছেন
২০১৯ সালে থাইল্যান্ড ওপেনে রৌপ্য এবং স্ট্রানজা বক্সিং টুর্নামেন্টে সোনা জিতেছেন
আরও পড়ুন-অভিনব উপায়ে এখন থেকে দেখা যাবে গঙ্গা আরতি
এই মর্মে আজ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের টুইটার হ্যান্ডেলে শুভেচ্ছা জানান। তিনি লেখেন, ‘উড়তে থাকে ভারতের পতাকা! নিখাত_জারীন, আপনি আবার বিশ্ব চ্যাম্পিয়ন! IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ৫০ কেজি বিভাগে ফাইনালে স্বর্ণপদক জয়ের জন্য অভিনন্দন।’
The Indian flag continues to fly high! 🇮🇳@nikhat_zareen, you are a World Champion again!
Congratulations for clinching the Gold Medal in the final of 50 Kg category at IBA Women’s World Boxing Championships.
Onwards and upwards!#WorldChampionships #WBC2023
— Mamata Banerjee (@MamataOfficial) March 26, 2023