অভিনব উপায়ে এখন থেকে দেখা যাবে গঙ্গা আরতি

এবার সেই গঙ্গা আরতি দর্শনের এক নতুন পন্থা নিয়ে এল রাজ্য।

Must read

বেশ কয়েকদিন আগেই কলকাতায় শুরু হয়েছে বেনারসের অনুরূপ গঙ্গা আরতি (Ganga arati)। এবার সেই গঙ্গা আরতি দর্শনের এক নতুন পন্থা নিয়ে এল রাজ্য। রাজ্য পর্যটন দপ্তরের উদ্যোগে এবার গঙ্গা আরতি দর্শনের আরো একটি বিশেষ সুযোগ করা হচ্ছে। ক্রুজে বসে দেখতে পারবেন আরতি। ক্রুজে বসে দেখুন গঙ্গা আরতি। মাত্র ১০০ টাকা দিয়ে টিকিট কাটতে হবে। আগামী ১লা এপ্রিল থেকে অনলাইনে টিকিট কাটার ব্য়বস্থা হয়ে যাচ্ছে।

আরও পড়ুন-‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়’ মত রাজ্যপাল আনন্দ বোসের

গঙ্গা আরতি দর্শনের জন্য এবার আর বেনারস যেতে হবে না। গরমকালে গঙ্গার ফুরফুরে হাওয়ায় ঝলমলে ক্রুজে চড়ে গঙ্গা আরতির সৌন্দর্য উপভোগ করার যে আলাদা আমেজ আছে সে বিষয়ে সন্দেহ নেই।

আরও পড়ুন-মোমবাতির আলোর মতো স্নিগ্ধ কবিতা

রাজ্য পর্যন্ত দপ্তর এর তরফে জানা গিয়েছে, অনলাইনে আরতি দেখার জন্য অনলাইনে টিকিট কাটার ব্যবস্থা করা হবে। আগামী ১ এপ্রিল থেকে অনলাইনে টিকিট কেটে গঙ্গাবক্ষে বসে আরতি দেখা যাবে।গঙ্গার ঘাটের আরতি দেখতে পাবেন ক্রুজে বসে। সব মিলিয়ে বসন্তের ছোঁয়া যে সর্বত্র তা নিয়ে দ্বিধা নেই। এই মুহূর্তে আগে এলে আগে পাবেন এই ভিত্তিতে টিকিট বিক্রি হচ্ছে।। আসন সংখ্যা সীমিত। সন্ধ্যা ছটা থেকে সাতটা পর্যন্ত এই আরতি দর্শনের সুযোগ আছে। নিউ বাবুঘাট জেটি থেকে এই নৌবহর ছাড়বে। ২৫টি আসন থাকবে।

Latest article