ফের কেজরির জামিনের আবেদন খারিজ, জরিমানাও করল দিল্লি হাইকোর্ট

Must read

কেজরিওয়ালের (Arvind Kejriwal) জামিন চেয়ে জনস্বার্থ আবেদনটি খারিজ দিল্লি হাইকোর্টে। আর্জিতে বলা হয়েছিল, দিল্লির মুখ্যমন্ত্রীকে যেন তাঁর মুখ্যমন্ত্রিত্বের মেয়াদ পূর্ণ হওয়া এবং যতক্ষণ না সমস্ত মামলার বিচার প্রক্রিয়া শেষ হচ্ছে, ততদিন জামিন মঞ্জুর করা হয়। আদালতের অস্থায়ী প্রধান বিচারপতি মনমোহন এবং বিচারপতি মনমিত প্রিতম সিং অরোরার ডিভিশন বেঞ্চ জামিনের আবেদন খারিজ করে দিয়েছেন। একইসঙ্গে আবেদনকারীকে ৭৫ হাজার টাকা জরিমানাও করেছে। দিল্লি হাই কোর্ট জানিয়েছে, আর্জিটি ভিত্তিহীন। এর সপক্ষে কোনও কারণ নেই। পাশাপাশি এই জনস্বার্থ আবেদনের জন্য কেজরিওয়াল (Arvind Kejriwal) আবেদনকারীকে কোনও পাওয়ার অফ অ্যাটর্নিও দেননি।

আরও পড়ুন- অ্যাকাউন্ট ফ্রিজ তাও বর্ণাঢ্য প্রচার! কংগ্রেসকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর, হাত ছেড়ে তৃণমূলে ৩ নেতা

Latest article