‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়’ মত রাজ্যপাল আনন্দ বোসের

Must read

সদ্য লোকসভার সাংসদপদ খারিজ হয়েছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর। রবিবার, কলকাতা প্রেস ক্লাবে (Kolkata Press Club) এক অনুষ্ঠানের রাজ্যপাল (Governor CV Ananda Bose) বলেন, “ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতার সঙ্গে কোনও আপস করা উচিত নয়।“ এদিন তাঁর বক্তব্যে রাহুল গান্ধীর সাংসদপদ খারিজ প্রসঙ্গ আসেনি। এই প্রেক্ষিতে আনন্দ বোসের মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের।

আরও পড়ুন-মোমবাতির আলোর মতো স্নিগ্ধ কবিতা

২০১৯-এর লোকসভা ভোটের প্রচারে কর্নাটকের একটি জনসভায় মোদিকে নিয়ে করা একটি মন্তব্যের প্রেক্ষিতে গুজরাতের আদালত রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত। ২ বছরের কারাবাসের সাজা শুনিয়েছে। তার জেরেই বাতিল লোকসভার সাংসদ পদ। এর বিরোধিতায় সত্যাগ্রহ আন্দোলনে নেমেছে কংগ্রেস। তৃণমূল (TMC)-সহ অবিজেপি দলগুলি এই প্রসঙ্গে রাহুলের সমর্থনে সরব।

আরও পড়ুন-রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা

এই প্রেক্ষিতে ফের বাক্‌স্বাধীনতার বিষয়ে আলোচনা চলেছ। এদিন, সকালে কলকাতা প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে গিয়ে সেই বাক্‌স্বাধীনতা নিয়েই মন্তব্য করলেন রাজ্যপাল। তাৎপর্যপূর্ণ ভাবে তিনি বলেন, ‘‘ভারতের মতো গণতান্ত্রিক দেশে বাক্‌স্বাধীনতার সঙ্গে কোনও রকম আপস হওয়া উচিত নয়।’’ যদিও রাজনীতি নিয়ে প্রশ্ন এড়িয়েই বেরিয়ে যান রাজ্যপাল।

Latest article