গো ব্যাক স্লোগানের পরেই মহিলাদের উপর চড়াও শান্তনুর গুন্ডাবাহিনী

Must read

বিগত পাঁচ বছর ধরে কোনরকম সাহায্য পাননি বনগাঁবাসী। সাংসদ থাকাকালীন কোনও কাজ করেননি। সেই ক্ষোভ উগরে দিয়েই এলাকার বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুরকে (Shantanu Thakur) দেখেই গো ব্যাক স্লোগান তুললেন মহিলারা। সোমবার ভোট প্রচারের জন্য এলাকায় আসতেই শান্তনুকে দেখে ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, করোনার সময়ও কোনো রকম সাহায্য পাননি সাংসদের থেকে। এরপরই মহিলারা গোব্যাক স্লোগান তুলতেই তাঁদের উপর চড়াও হয় শান্তনু ঘনিষ্ঠ বিজেপি গুন্ডাবাহিনী। সোমবার ঘটনাটি ঘটে বাগদার পুরাতন বাজার এলাকায়।

আরও পড়ুন- মহিলা ভোট চাই, আমাকেই সহ্য করতে পারে না! মোদিকে খোঁচা মুখ্যমন্ত্রীর

কোনও রকম কাজ না করায় শান্তনুকে (Shantanu Thakur) দেখেই ক্ষেপে ওঠে এলাকাবাসী। সেখানে শান্তনু এলে কিছু মহিলা গো ব্যাক স্লোগান দিতে থাকে। তাতেই ক্ষিপ্ত হয়ে তাদেরকে ধাওয়া করে বিজেপি কর্মী সমর্থকরা। প্রতিবাদী মহিলাদের পাথর, ইট, লাঠি-সোটা দিয়ে বেধড়ক মারধর করে বিজেপি পুরুষ ও মহিলা কর্মীরা। এই ঘটনায় বেশ কিছু মহিলা আক্রান্ত হন। তাদের বাগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সিসিটিভির ফুটেজ দেখে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest article