প্রতিবেদন : বাঁকুড়ার (Bankura) মেজিয়ার তাপবিদ্যুৎ কেন্দ্র। তার ফ্লাই অ্যাশে বিস্তীর্ণ জমি সাদা হয়ে গিয়েছে। ঘটনা চোখে পড়তেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তাপবিদুৎ কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করলেন। পরিবেশ দফতরকে কথা বলতে বললেন। আর সেই কারণেই প্রায় ৮ কোটি (৭.৯২) টাকা ক্ষতিপূরণ পেলেন কৃষকরা। ২০১৭ থেকে দীর্ঘ প্রায় ৬ বছরের লড়াই। মন্ত্রী মানস ভুঁইয়া বলছেন, হেলিকপ্টার করে যেতে যেতেই চোখে পড়ে বিষয়টি। তারপরেই দ্রুত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। বাঁকুড়ার দুর্লভপুরের কাছে দামোদর ভ্যালি কর্পোরেশনের কয়লা চালিত তাপবিদ্যুৎ কেন্দ্র হল মেজিয়া। কয়লা পোড়া ছাই হল ফ্লাই অ্যাশ। খুবই ক্ষতিকর। বাতাসে ভেসে বহুদূর যায়। মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) তা দেখার পরই বুঝতে পেরেছিলেন এখানে ধানগাছ লাগানো যাবে না। এরপর গ্রিন ট্রাইবুনালে মামলা। দফতরের সচিব রোশনি সেন জানান, প্রাথমিকভাবে ২০ কোটি টাকা জমা দিতে হয় জেলাশাসকের কাছে। দীর্ঘ ৬ বছর ধরে দু’পক্ষের বয়ান শোনার পর ১৪ ফেব্রুয়ারি গ্রিন ট্রাইবুনাল ক্ষতিপূরণের নির্দেশ দেয়।
আরও পড়ুন: রবিবার কেরলের কোচিতে জরুরী অবতরণ এএলএইচ ধ্রুব মার্ক থ্রি হেলিকপ্টারের