আজ রাষ্ট্রপতিকে সংবর্ধনা দেবে রাজ্য

Must read

প্রতিবেদন : ঠাসা কর্মসূচি নিয়ে আজ সোমবার প্রথম বাংলায় (West Bengal) আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। দু’দিনের সফরের প্রথমদিনই রাজ্য সরকারের তরফে তাঁকে নাগরিক সংবর্ধনা দেওয়া হবে। বিকেল ৫টায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সি ভি আনন্দ বোস-সহ অন্যান্য বিশিষ্টরা। সোমবার সকাল ১১টা নাগাদ বিশেষ বিমানে তিনি দমদম বিমানবন্দরে নামবেন। বিমানবন্দর থেকে হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ডে পৌঁছবেন। সেখান থেকে এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাসভবনে এক অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নবান্ন সূত্রে জানানো হয়েছে। পরে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতেও যাওয়ার কথা রয়েছে তাঁর। সেখান থেকে যাবেন রাজভবনে। রাজভবনে বিশ্রাম নিয়ে যাবেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের অনুষ্ঠানে। সোমবার রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। মঙ্গলবার সকাল ১০টায় সায়েন্স সিটি অডিটোরিয়ামে রাষ্ট্রায়ত্ত ইউকো ব্যাঙ্কের একটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। পরে বেলুড় মঠে যাবেন। ওইদিনই বীরভূমের শান্তিনিকেতনে বিশ্বভারতীর সমাবর্তন অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Draupadi Murmu)। শান্তিনিকেতন থেকে হেলিকপ্টারে ময়দানের আরসিটিসি হেলিপ্যাড গ্রাউন্ড হয়ে রাষ্ট্রপতি কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন। এরপর সেনাবাহিনীর বিশেষ বিমানে দিল্লির উদ্দেশে রওনা হবেন তিনি।

আরও পড়ুন: সৌজন্যে মুখ্যমন্ত্রী, ৮ কোটি ক্ষতিপূরণ পেলেন কৃষকরা

Latest article