সিভারের ব্যাটে চ্যাম্পিয়ন মুম্বই

Must read

মুম্বই, ২৬ মার্চ : ছেলেদের আইপিএল (IPL) খেতাব অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে পাঁচবার জিতেছে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। সেই জয়ের ধারা উদ্বোধনী মেয়েদের আইপিএলেও ধরে রেখে ইতিহাসে হরমনপ্রীত কৌররা। ডব্লুপিএলের ফাইনালে বিশ্বকাপজয়ী অধিনায়ক মেগ ল্যানিংয়ের দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals) ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হরমনপ্রীতের মুম্বই।

প্রথমবারের উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বইয়ের (Mumbai Indians) অশ্বমেধের ঘোড়া সাময়িক ধাক্কা খেলেও ঘুরে দাঁড়াতে সময় লাগেনি। সব বাধা পেরিয়ে প্রথম ডব্লুপিএল ট্রফি উঠল হরমনপ্রীতের হাতেই। রবিবার ব্রেবোর্ন স্টেডিয়ামে ফাইনালেও কম ওঠা-পড়া দেখা যায়নি। আগের ম্যাচেই এলিমিনেটরে হ্যাটট্রিক করা মুম্বইয়ের পেসার ইসি ওয়াং এদিনও বল হাতে কামাল করেন। দিল্লির টপ অর্ডার ভাঙেন তিনি। ৩৫ রানে তিন উইকেট খুইয়ে যখন কোণঠাসা দিল্লি, তখন অধিনায়ক মেগ ল্যানিং (৩৫) এবং অলরাউন্ডার মারিজানে কাপ (১৮) চতুর্থ উইকেট জুটিতে ৩৮ রান যোগ করে দলকে লড়াইয়ে ফেরান। কিন্তু ল্যানিং রান আউট হওয়ার পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির ইনিংস। কিন্তু ৭৯/৯ থেকে দলকে লড়াই করার মতো স্কোরে পৌঁছে দেন ভারতীয় দলের দুই ক্রিকেটার শিখা পাণ্ডে এবং রাধা যাদব। অবিচ্ছিন্ন শেষ উইকেট জুটিতে দু’জনে যোগ করেন ৫২ রান। নির্ধারিত ২০ ওভারে দিল্লি করে ৯ উইকেটে ১৩১ রান। ইংল্যান্ডের ডান হাতি পেসার ওয়াং ৩ উইকেট নেন। ক্যারিবিয়ান অফ স্পিনার হেলি ম্যাথিউজের ঝুলিতেও ৩ উইকেট।

আরও পড়ুন:জারিন-লভলিনার সোনা

অল্প রান তাড়া করতে নেমে শুরুতে দু’উইকেট হারিয়ে চাপে পড়ে মুম্বই। তবে অধিনায়ক হরমনপ্রীত ও ফর্মে থাকা নাট সিভার ব্রান্টের জুটি মুম্বইকে ম্যাচে ফিরিয়ে আনে। হরমনপ্রীত (৩৭) রান আউট হওয়ার পর মুম্বই শিবিরে টেনশন বাড়লেও মেলি কেরকে সঙ্গে নিয়ে ঠান্ডা মাথায় মুম্বইকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন নাট সিভার (অপরাজিত ৬০)। ম্যাচের সেরা তিনিই। টুর্নামেন্ট সেরা হয়েছেন মুম্বইয়ের ক্যারিবিয়ান অলরাউন্ডার হেলি ম্যাথিউজ।

Latest article