জারিন-লভলিনার সোনা

Must read

নয়াদিল্লি, ২৬ মার্চ : মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ফের জোড়া সোনা পেল ভারত। শনিবার নীতু ঘাঙ্ঘাস ও সুইটি বোরা সোনা জিতেছিলেন। রবিবার এই তালিকায় নাম লেখালেন নিখাত জারিন ও লভলিনা বরগোঁহাই (Nikhat zareen- Lovlina borgohain)। মোট ৪টি সোনা এল ভারতের ঝুলিতে। যা বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের সেরা প্রদর্শন।
এদিন ৫০ কেজি বিভাগের ফাইনালে ভিয়েতনামের গুয়েন থি তামের মুখোমুখি হয়েছিলেন জারিন। প্রতিদ্বন্দ্বীকে ৫-০ ফলে উড়িয়ে দিয়ে সোনা জিতে নেন জারিন। এই নিয়ে টানা দ্বিতীয় বছর বিশ্বসেরা হলেন জারিন। গত বছর ইন্তানবুলে ৫২ কেজি বিভাগে সোনা জিতেছিলেন। এবার ৫০ কেজি বিভাগে বিশ্বসেরা হয়ে কিংবদন্তি মেরি কমকে ছুঁয়ে ফেললেন জারিন। মেরির পর তিনি দ্বিতীয় ভারতীয় বক্সার, যিনি একাধিকবার বিশ্ব চ্যাম্পিয়নশিপের আসরে সোনা জিতলেন। তবে মেরি ছ’বার চ্যাম্পিয়ন হয়েছিলেন। জারিন দ্বিতীয়বার হলেন।

আরও পড়ুন: সাত্ত্বিক-চিরাগের সুইস খেতাব

টানা দ্বিতীয়বার বিশ্বসেরা হয়ে জারিন বলেন, ‘‘দেশের মাটিতে সোনা জেতার অনুভূতিই আলাদা। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি।’’ অন্যদিকে, ৭৫ কেজি বিভাগের ফাইনালে লভলিনা রিংয়ে নেমেছিলেন অস্ট্রেলিয়ার কেটলিন পার্কারের বিরুদ্ধে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাজিমাত করেন লভলিনা। টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পর লভলিনার ফর্ম কিছুটা পড়তির দিকে ছিল। তবে বিশ্বসেরা হয়ে নিজেকে আরও একবার প্রমাণ করলেন তিনি।
ভারতের জাতীয় পতাকা উড়ছে। নিখাত জারিন আবারও বিশ্ব চ্যাম্পিয়ন। মেয়েদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য অভিনন্দন। অভিনন্দন আরও এক সোনাজয়ী লভলিনা বরগোঁহাইকেও (Nikhat zareen- Lovlina borgohain)। তোমরা দু’জনে দেশকে গর্বিত করেছ। — মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)

Latest article