শিশু মৃত্যুর ফলে সকাল থেকেই অগ্নিগর্ভ তিলজলা (Tiljala)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র্যাফ নামাতেই হল অবশেষে। আর তারপরেই থমথমে বন্ডেল গেট এবং পিকনিক গার্ডেনের বেশ কিছু এলাকা। বেশ কয়েকটি দলে ভাগ হয়ে পুরো এলাকায় নজরদারি চালাচ্ছে র্যাফ। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা।
আরও পড়ুন-বাংলার ভাইবোনদের শুভেচ্ছা ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি
সমস্যা থাকলেও স্বাভাবিক হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল। পুলিশি তৎপরতায় সরানো হয়েছে বালিগঞ্জের কাছে রেল লাইনে অবরোধ করা বিক্ষোভকারীদের।
এখনও পরিস্থিতি উত্তপ্ত রয়েছে মৃত শিশুর বাড়ির সামনে। সাধারণের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। মৃত শিশুর আবাসনের দু’টি আবাসন আগে থাকা সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, ওই শিশু আবাসনের ভিতরে ঢুকেছে। তারপর সে নিখোঁজ হয়। সকলেই মনে করছে অভিযোগের ভিত্তিতে পুলিশ যদি সঠিক সময়ে ঠিক পদক্ষেপ করত, তা হলে মেয়েটি বেঁচে যেত। রবিবার রাতে থানায় গিয়ে বিক্ষোভ দেখানোর সময় তিলজলা এলাকার এক মহিলা-সহ একাধিক বাসিন্দাকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে সরব হয়েছেন এলাকাবাসী।