নাইট অধিনায়ক নীতীশ, অপেক্ষা শ্রেয়সের জন্যও

এছাড়া বার্তায় শ্রেয়সের দ্রুত সুস্থতার কামনাও করা হয়েছে। কেকেআরের হয়ে ৭৪টি ম্যাচে নীতীশ করেছেন ১৭৪৪ রান। গড় ২৬.০২।

Must read

প্রতিবেদন : সুনীল নারিন, শার্দূল ঠাকুরদের নাম হাওয়ায় ঘোরাফেরা করলেও কলকাতা নাইট রাইডার্স শেষপর্যন্ত অধিনায়ক হিসাবে বেছে নিল নীতীশ রানাকে। ২০১৮ থেকে এই দলে রয়েছেন তিনি। নেতৃত্বের দৌড়ে নীতীশেরও নাম ছিল। আর শেষমেশ তাঁর উপরেই ভরসা রাখল কেকেআর ম্যানেজমেন্ট। তবে তাঁকে অন্তর্বর্তী অধিনায়ক হিসাবে আপাতত বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন-জ্বলছে তিলজলা, র‌্যাফ নামাতেই স্তব্ধ তিলজলা

নাইটদের তরফে সোমবার গণমাধ্যমে এক বার্তায় এই খবর জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, অধিনায়ক শ্রেয়স আইয়ারের জায়গায় নীতীশ দলকে নেতৃত্ব দেবেন। শ্রেয়স পিঠের চোট নিয়ে ভুগছেন। এজন্য তিনি অস্ট্রেলিয়া সিরিজের মাঝখানে ছিটকে গিয়েছিলেন। নাইটদের বার্তায় আরও বলা হয়েছে, ‘আমরা আশা রাখি শ্রেয়স দ্রুত সেরে উঠবেন। তিনি আইপিএলের কোনও একটি সময় দলের সঙ্গে যোগ দেবেন। নীতীশ সাদা বলের ক্রিকেটে রাজ্য দলকে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া ২০১৮ থেকে আইপিএলে কেকেআরের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে ওঁর। আমরা আশা রাখি অধিনায়ক হিসাবে নীতীশ ভালই করবেন’। বার্তায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত ও তাঁর সাপোর্ট স্টাফেদের কথা তুলে বলা হয়েছে, এঁদের সাহায্যে নীতীশ অধিনায়ক হিসাবে ভাল করবেন বলে তারা আত্মবিশ্বাসী।

আরও পড়ুন-বাংলার ভাইবোনদের শুভেচ্ছা ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বাংলার প্রশংসায় পঞ্চমুখ রাষ্ট্রপতি

এছাড়া বার্তায় শ্রেয়সের দ্রুত সুস্থতার কামনাও করা হয়েছে। কেকেআরের হয়ে ৭৪টি ম্যাচে নীতীশ করেছেন ১৭৪৪ রান। গড় ২৬.০২। কেকেআরের হয়ে ১১টি হাফ সেঞ্চুরি করেছেন তিনি। আইপিএলে নীতীশের সর্বোচ্চ রান ৮৭। কেকেআরে যোগ দেওয়ার আগে তিনি খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টে নীতীশ দিল্লির নেতৃত্ব দিয়েছেন। এতে ১২টি ম্যাচের মধ্যে জিতেছেন ৮টি ম্যাচ।

Latest article