প্রতিবেদন : এবার ছ্যাঁকা লাগতে চলেছে ধূমপায়ীদের পকেটে। কারণ আগামী ১ এপ্রিল থেকে বাজারে বাড়তে চলেছে তামাকজাত পণ্যের দাম। এর ফলে সিগারেট, গুটখার প্যাকেটের দাম অনেকটাই বাড়ছে।
তামাকজাত পণ্যের উপর জিএসটির হার বাড়াতে চলেছে কেন্দ্র। এর ফলে প্রস্তুতকারী সংস্থাগুলির তামাকজাত পণ্য উৎপাদনের খরচ বাড়বে। স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে সিগারেট, গুটখা, পানমশলার প্যাকেটের দাম।
আরও পড়ুন-নন্দীগ্রামে বিজেপি প্রার্থী ঘোষণা হতেই আদি-নব্য দ্বন্দ্ব চরমে
কেন্দ্রীয় সরকারের লক্ষ্য হল, তামাকের নেশা কমানো। সেজন্য বেশ কিছু রাজ্যে গুটখা, খৈনি অনেক আগেই নিষিদ্ধ হয়েছে। এবার নতুন সেস চাপল সিগারেটের উপরেও। ২০২৩-২৪ সালের বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তামাকজাত পণ্যের উপর এই সেস বসানোর কথা ঘোষণা করেছিলেন। অর্থমন্ত্রী জানিয়েছিলেন, ১ এপ্রিল থেকে এই সেস চালু হবে। এর ফলে বাড়বে তামাকজাত পণ্যের দাম।