সংবাদদাতা, বারাসত : রাস্তাশ্রী প্রকল্পে ৪৮০টি রাস্তা তৈরি হবে উত্তর ২৪ পরগনায়। মঙ্গলবার হাবড়া ২ ব্লকের রাজীবপুর বিড়া গ্রাম পঞ্চায়েতের হালিয়াডাঙা মাঠে জেলার মূল অনুষ্ঠানটি হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক শরৎকুমার দ্বিবেদী, বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, অশোকনগরে বিধায়ক নারায়ণ গোস্বামী, জেলা সভাধিপতি বীণা মণ্ডল, বিধায়ক নির্মল ঘোষ, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পল্লব পাল, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী প্রমুখ।
আরও পড়ুন-অপহরণ ও খুনের মামলায় যাবজ্জীবন
হুগলিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠানের ভার্চুয়াল প্রচার হয় জেলার এই মূল অনুষ্ঠানে। জেলাশাসক জানান, জেলায় মোট ৪৮০টি রাস্তার কাজ হবে। যেগুলির সর্বমোট দৈর্ঘ্য ৫৬৭ কিলোমিটার। এর জন্য বরাদ্দ হয়েছে ১৬১ কোটি টাকা। এই রাস্তাগুলির নির্মাণ সম্পন্ন হলে গ্রামীণ মানুষের যাতায়াত ও পণ্য পরিবহণ-সহ বিভিন্ন ক্ষেত্রে গতি আসবে। উন্নত হবে গ্রামীণ অর্থনীতি। মূল অনুষ্ঠান ছাড়াও জেলার প্রতিটি ব্লক ও পঞ্চায়েতে রাস্তাশ্রী প্রকল্পের অনুষ্ঠান হয়।