ডাবলিন, ২৮ মার্চ : ইউরোর যোগ্যতা অর্জন পর্বে টানা দ্বিতীয় জয় পেল ফ্রান্স। সোমবার রাতে ডাবলিনে অনুষ্ঠিত ম্যাচে আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছেন কিলিয়ান এমবাপেরা। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, দ্বিতীয়ার্ধে ফ্রান্সের হয়ে জয়সূচক গোলটি করেন বেঞ্জামিন পাভার্ড। তবে খেলা শেষ হওয়ার ৩০ সেকেন্ড আগে ফরাসি গোলকিপার মাইক মেগনান অবিশ্বাস্য সেভ না করলে, এক পয়েন্ট পেয়েই সন্তুষ্ট থাকতে হত এমবাপেদের।
আরও পড়ুন-পেলে-মারাদোনার পাশে এবার বসছে মেসির মূর্তিও
জাতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই গোল করেছিলেন। তবে এদিন নিজের সেরা ছন্দে ছিলেন না এমবাপে। যদিও ম্যাচে শুরু থেকেই প্রাধান্য ছিল ফ্রান্সের। কিন্তু বিরতির আগে গোটা তিনেক হাফ চান্স পেলেও, তা থেকে গোল করতে পারেননি এমবাপে, অলিভার জিরুরা। তবে ৫০ মিনিটে আইরিশ রক্ষণের ভুলে গোল পেয়ে যান পাভার্ড। নিজেদের বক্সের সামনে সতীর্থ জেসন নাইটকে বল বাড়িয়েছিলেন জস কুলেন। কিন্তু নাইটের পা থেকে ছোঁ মেরে বল ছিনিয়ে নেন পাভার্ড। এরপর ডান পায়ের গোলার মতো শটে বল জালে জড়িয়ে দেন।
আরও পড়ুন-৫ হাজার বাড়ি পেল বিদ্যুৎসংযোগ
এগিয়ে যাওয়ার পর আরও গোটা দুয়েক সুযোগ এসেছিল ফরাসিদের সামনে। কিন্তু ব্যবধান বাড়েনি। উল্টে খেলার একেবারে শেষ মুহূর্তে কর্নার থেকে হেডে প্রায় গোল শোধ করে দিয়েছিলেন আয়ারল্যান্ডের নাথান কলিন্স। কিন্তু বল গোলে ঢোকার মুখে শূন্যে শরীর ছুঁডে় দিয়ে নিশ্চিত পতনের হাত থেকে ফ্রান্সকে রক্ষা করেন মেগনান।