নির্ধারিত সময় অনুযায়ী ঠিক দুপুর ১২টায় ধরনা (dharna) মঞ্চে উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী (chief minister)। দুপুর ১২টায় আম্বেদকর মূর্তির পাদদেশে উপস্থিত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী হিসাবে আজ ও আগামিকাল ধরনা দেবেন তিনি। তার সঙ্গে মঞ্চে রয়েছেন বীরবাহা হাঁসদা, ইন্দ্রনীল সেন, জ্যোৎস্না মান্ডি, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, সুজাতা মণ্ডল,অরূপ রায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সোহম চট্টোপাধ্যায়, সৌগত রায় সহ একাধিক নেতা মন্ত্রীরা। বাবুল সুপ্রিয়, প্রিয়দর্শিনী হাকিমকেও দেখা যায় মঞ্চে।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্নায় তৃণমূল সাংসদরা
কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে আজ ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী। জ্বালানির দাম বৃদ্ধি থেকে শুরু করে বকেয়া টাকা শোধ সব বিষয়েই সরব মমতা। ধর্নামঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন ৩০ ঘণ্টা। মঞ্চে বাজছে মুখ্যমন্ত্রীর লেখা গান| মুখ্যমন্ত্রীর ধর্না, অভিষেকের সভা, বাম-বিজেপির মিছিল সভা সত্ত্বেও রাজপথা যানজট খুবই কম। রেড রোডে কোনও যানজট নেই। তবে যান চলছে ধীর গতিতে। তাঁর বসার জায়গার পাশেই একটি টেবিলে ভারতীয় সংবিধান মাথায় ঠেকিয়ে রাখেন মুখ্যমন্ত্রী। সংবিধানে মালা পরিয়ে দেন অরূপ বিশ্বাস। মঞ্চের পাশেই অস্থায়ী অফিস। সেখান থেকে জরুরি কাজ সারছেন মুখ্যমন্ত্রী। প্রথম কোনও কথা না বললেও, বেলা আড়াইটে নাগাদ মাইক্রোফোন হাতে নেন মমতা।
আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্নায় তৃণমূল সাংসদরা
কেন্দ্রের কাছে এই মুহূর্তে ঘূর্ণিঝড় আমফানের জেরে রাজ্য জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ হিসেবে ৩২৩১০ কোটি টাকা পাওনা রয়েছে। ইয়াস ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি বাবদ ৪২২২ কোটি টাকা ও বুলবুল ঘূর্ণিঝড় বাবদ পাওনা আরও ৬৩৩২ কোটি৷ জিএসটি-র অংশ বাবদ রাজ্যের প্রাপ্য ২৪০৯.৯৬ কোটি টাকা আটকে রয়েছে কেন্দ্রের কাছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বাবদ রাজ্যের ৮২০০ কোটি টাকা ও ৭২০০ কোটি টাকা একশো দিনের গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে পাওনা বাকি রয়েছে। দেখা যাচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের মোট পাওনা ১ লক্ষ ১৫ হাজার কোটি।