কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে অম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্নায় তৃণমূল সাংসদরা

মঙ্গলবারের দলের এই বিক্ষোভে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়, শতাব্দী রায় ও জহর সরকাররা।

Must read

আজ কলকাতায় ধর্নায় বসছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে আজ ধর্নায় বসছেন মুখ্যমন্ত্রী। এদিন সকল থেকেই কেন্দ্রের বিরুদ্ধে দিল্লিতে সরব তৃণমূল সাংসদরা। সংসদ ভবন চত্বরে অম্বেদকর মূর্তির সামনে পোস্টার নিয়ে ধর্নায় বসেছেন তারা। পোস্টার হাতে দাঁড়িয়ে রয়েছেন তারা। গণতন্ত্র, সংবিধান, যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো ও সংসদ বাঁচানোর লক্ষ্যে আজ ধর্নায় তৃণমূল সাংসদরা।

আরও পড়ুন-রাজ্যে ঝড়-বৃষ্টি, বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা, সাথে ঝোড়ো হাওয়া

মঙ্গলবারের দলের এই বিক্ষোভে কর্মসূচিতে অংশ নিয়েছিলেন মহুয়া মৈত্র, কল্যাণ বন্দ্য়োপাধ্য়ায়, শতাব্দী রায় ও জহর সরকাররা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে স্লোগান দেন তাঁরা। রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ ইস্যুতে গত সোমবার কংগ্রেসের সঙ্গে বিজয় চকে আন্দোলনে নেমেছিলেন তৃণমূল সাংসদরা। কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। রাজ্যের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এই ইস্যুতে এদিন কলকাতায় ধর্নায় বসবেন তিনি।

Latest article