প্রতিবেদন : মেক্সিকোর এক শরণার্থী শিবিরে (Detention Center- Mexico) ভয়াবহ আগুনের ফলে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল ৪০ জনের। জানা গিয়েছে, আমেরিকার সীমান্ত সংলগ্ন মেক্সিকোর সিউড্যাড শহরে ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউটে এই আগুন লাগে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে এই আগুন লাগে। ওই শরণার্থী শিবিরে ৭১ জন ছিলেন বলে খবর। এই অগ্নিকাণ্ডের কারণে ৪০ জনের মৃত্যু হয়েছে, গুরুতর জখম হয়েছেন ২৮ জন। তাঁদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, ওই শরণার্থী শিবিরে (Detention Center- Mexico) বেশিরভাগই মধ্য ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশের মানুষ ছিলেন। মেক্সিকো প্রশাসন ৪০ জনের মৃত্যুর কথা বললেও স্থানীয় বাসিন্দা ও সংবাদমাধ্যমের দাবি, মৃতের প্রকৃত সংখ্যা আরও বেশি। ওই শরণার্থী শিবিরের সামনে একের পর এক মৃতদেহ দেখে সকলেই নিশ্চিত যে, মৃতের সংখ্যা ৪০-এর চেয়ে অনেক বেশি। মৃতদের সকলের পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় জানতে বিভিন্ন দেশের দূতাবাসগুলির সঙ্গে কথা বলছে মেক্সিকো প্রশাসন। মেক্সিকোর এক সরকারি আধিকারিক জানিয়েছেন, মৃতদের অধিকাংশই ভেনেজুয়েলার বাসিন্দা। তাঁরা আমেরিকায় প্রবেশের চেষ্টা করেছিলেন।
আরও পড়ুন- ঘৃণাভাষণ বন্ধ করতে রাজনীতি ও ধর্মকে আলাদা করা দরকার