সংবাদদাতা, হাওড়া : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকায় সময় হাওড়াকে মেট্রো পথে যুক্ত করার ছাড়পত্র দিয়ে ছিলেন। এবার তারই বাস্তবায়ন হতে চলেছে। দীর্ঘ প্রতীক্ষারও অবসান হচ্ছে। আগামী ৯ এপ্রিল হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রায়াল রান (East-West Metro Trial run) শুরু হতে চলেছে। রেলের তরফে এই ব্যাপারে জোরকদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। গঙ্গার তলা দিয়ে মেট্রোর ট্রায়াল রান শুরুর সবরকমের প্রস্তুতিও নেওয়া হচ্ছে। গঙ্গার নিচে দিয়ে এবার সুড়ঙ্গ পথেও জুড়ে যাবে হাওড়া ও কলকাতা। বউবাজারে এখনও মেট্রোর কাজ শেষ না হওয়ায় শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত এখনই মেট্রোর মহড়া করা সম্ভব হচ্ছে না। পরিবর্তে এসপ্ল্যানেড থেকে ওই মহড়া করা হবে। পাশাপাশি মেট্রোর কাজের কারণে শিয়ালদহ স্টেশন চত্বরে জল জমা ও রাস্তা সংকীর্ণ হয়ে যাওয়ার সমস্যাও দ্রুত সমাধান করা হচ্ছে। এই ব্যাপারে রাজ্য সরকারের তরফে রেলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। দ্রুত সমস্যার সমাধানের পদক্ষেপ নিতে বলা হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘এই ব্যাপারে রাজ্য সরকারের সহযোগিতায় সমস্যার সমাধান করা হচ্ছে।’ মেট্রো রেল সূত্রে জানা গেছে, শিয়ালদহ থেকে এসপ্ল্যানেড পর্যন্ত ২ দশমিক ৪০ কিমি মেট্রোর কাজ এখনও শেষ হয়নি। এ ছাড়াও মহাকরণ স্টেশনের কাজও কিছুটা বাকি আছে। তাই এই মুহূর্তে শিয়ালদহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রোর চালানোর মহড়া হচ্ছে না। বউবাজারে ২০২২-এর ১১ মে ও ১৪ অক্টোবর দুবার মেট্রোর কাজ চলার সময় এলাকার কয়েকটি বাড়ির একাংশ ভেঙে ধস নামায় কাজ বন্ধ হয়ে গিয়েছিল। সেই কাজ শুরু হলেও এখনও শেষ হয়নি। এই প্রসঙ্গে মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, ‘সেই কারণে শিয়ালদহ থেকে এখনই ট্রেন চালানোর মহড়া হচ্ছে না। সম্ভাব্য ৯ এপ্রিল থেকে এসপ্ল্যানেড ও হাওড়া ময়দানের মেট্রো (East-West Metro Trial run) চালানো শুরু হবে। ওইদিনই দেশের প্রথম গঙ্গার নিচে দিয়ে মেট্রো ছুটবে। সারা দেশ ওই দিনটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। টানা ৬ মাস ওই পথে গঙ্গার নিচে দিয়ে মেট্রোর ট্রায়াল চলবে। তারপর কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন মিললে তবেই শুরু হবে যাত্রী পরিষেবা। সেক্ষেত্রে হাওড়া ময়দান থেকে শিয়ালদহের পরিবর্তে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো চলাচল করবে। পরবর্তী ক্ষেত্রে শিয়ালদহ অবধি মেট্রো জুড়ে দেওয়া হবে।’ জানা গেছে, মেট্রো মহড়ার দিন সল্টলেক ডিপো থেকে শিয়ালদহ পর্যন্ত একটি মেট্রো রেক নিয়ে যাওয়া হবে। তারপর সেটিকে যান্ত্রিকভাবে এসপ্ল্যানেড স্টেশনে নিয়ে গিয়ে সেখান থেকে হাওড়া ময়দান পর্যন্ত গঙ্গার নিচে দিয়ে ট্রায়াল রান শুরু করানো হবে। টানা ৬ মাস চলবে এই মহড়া।
আরও পড়ুন- আদিবাসী ছাত্রীর দেহ উদ্ধার, বিক্ষোভ