প্রতিবেদন : কেন্দ্রীয় সরকারের একের পর এক তুঘলকি সিদ্ধান্তে নিত্য নাজেহাল আম জনতা। নগদ হাজার টাকার বিনিময়ে প্যান আধার কার্ড (Pan-Aadhaar) সংযোগ করতে গিয়ে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। এখন দেখা যাচ্ছে আধার কার্ডে নাম এবং জন্মের তারিখ পরিবর্তন করতে গিয়ে সমস্যায় পড়েছেন বহু মানুষ। প্রবীণ নাগরিকদের সমস্যা হচ্ছে সবচেয়ে বেশি। বর্তমানে আধারের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করতে বলা হয়েছে। তখন দেখা যাচ্ছে, অনেকের প্যান কার্ড ও আধার কার্ডে নাম অথবা জন্মের তারিখ ভুল করে আলাদা হয়ে গিয়েছে। আগে প্যান কার্ড দেখালেই আধার কার্ডে জন্মের তারিখ বা নাম পরিবর্তন করা যেত। কিন্তু গত ২৬ জানুয়ারির পর থেকে তা আর হচ্ছে না। শুধু প্যান কার্ড নয়, রেশন কার্ড, ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখিয়েও এখন আর নাম বা জন্মের তারিখ পরিবর্তন করা যাচ্ছে না। বর্তমানে যে নথিগুলি দেখিয়ে নাম ও জন্মের তারিখ পরিবর্তন করা যাবে, তাদের মধ্যে রয়েছে জন্মের শংসাপত্র, পাসপোর্ট, কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের আইডেন্টিটি কার্ড, স্বাধীনতা সংগ্রামীদের সচিত্র পরিচয়পত্র, অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের পরিচয়পত্র এবং যে কোনও স্বীকৃত বোর্ডের মার্কশিট ও সার্টিফিকেট। এর ফলেই অনেকে সমস্যায় পড়েছেন। যাঁরা স্কুলের গণ্ডি পেরোননি তাঁদের না আছে মার্কশিট বা সার্টিফিকেট। তাঁদের অনেকের জন্মের শংসাপত্রও নেই। প্রতিদিন তাঁরা আধার সেবা কেন্দ্রে লাইনে দাঁড়াচ্ছেন। কিন্তু ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছেন। ইউআইডিএআই-এর এক আধিকারিক বলেন, নাম ও জন্মের তারিখ বদলানোর জন্য গত এক মাসে পাঁচ হাজারের ওপর আবেদনপত্র জমা পড়েছে। ইউআইডিএআই থেকে কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে আবেদন করা হয়েছে, জন্মের প্রমাণপত্র হিসাবে যেন প্যান (Pan-Aadhaar) কার্ডকে বৈধতা দেওয়া হয়। কিন্তু এই আবেদনের জবাব কবে আসবে জানা নেই!
আরও পড়ুন- বাম আমলে বেআইনি নিয়োগ পরিবহণে