জি-২০ প্রস্তুতি, সাজছে পাহাড়-সমতল

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জি-২০ সম্মেলনের শেষ প্রস্তুতিতে ব্যস্ত জেলা প্রশাসন। জি-২০ (G20) প্রতিনিধিদের আপ্যায়নে শিলিগুড়ি (Siliguri) সমতল থেকে দার্জিলিং (Darjeeling) শৈলরানি সেজে উঠছে। আগামী ১ এপ্রিল তিনদিনের জন্য জি-২০র ২০ দেশের প্রতিনিধিরা আসছেন শিলিগুড়িতে। এই প্রতিনিধি দলের কাছেই উত্তরের অ্যাডভেঞ্চার ট্যুরিজমের সম্ভবনাকে তুলে ধরবেন দেশের প্রতিনিধিরা। এই ক্ষেত্রে বিশ্ব দরবারে বাংলার গুরুত্ব বাড়ছে। জি-২০ (G20) প্রতিনিধিদের স্বাগত জানাতে বাগডোগরা বিমানবন্দর থেকে দার্জিলিং পর্যন্ত বিভিন্ন বিদেশি ফুল দিয়ে সাজানো হচ্ছে। ইতিমধ্যে প্রশাসনিক উদ্যোগে বিভিন্ন হোর্ডিং খুলে ফেলা হয়েছে। এছাড়াও শিলিগুড়ি সহ বিভিন্ন রাস্তাগুলিকে নতুন করে সারাই করা হচ্ছে। ইতিমধ্যেই সমতল থেকে দার্জিলিং যাওয়ার পাংখাবাড়ি রাস্তা নতুন করে মেরামত করা হয়েছে। জেলাশাসক এস পুণ্নম বালাম জানান, শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। যতটা সম্ভব সাজিয়ে তোলা হচ্ছে। জি-২০ প্রতিনিধি দলের যাত্রাপথকে সাজানো হবে বলেও তিনি জানান।

আরও পড়ুন-বাম আমলে বেআইনি নিয়োগ পরিবহণে 

Latest article