প্রতিবেদন : শনিবার এপ্রিল পয়লায় আইপিএলের ১৬তম সংস্করণে অভিযান শুরু করছে কলকাতা নাইট রাইডার্স (KKR- Punjab Kings)। প্রতিপক্ষ প্রীতি জিন্টার পাঞ্জাব কিংস। প্রথম ম্যাচের ৪৮ ঘণ্টা আগে নাইটদের স্বস্তি দিয়ে চণ্ডীগড়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন সুনীল নারিন। দলের প্রধান স্পিনার তিনি। ক্যারিবিয়ান রহস্য স্পিনারের ধার কমলেও এখনও কুড়ি ওভারের ক্রিকেটে দারুণ কার্যকরী। ব্যাট হাতেও সমান কার্যকরী ক্যামিও ইনিংস খেলে দিতে পারেন। বৃহস্পতিবার সকালে টিম হোটেলে জিম সেশনের পর সন্ধ্যায় মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার স্টেডিয়ামে চুটিয়ে অনুশীলন করে কেকেআর। প্রথম সারির সব ব্যাটার এবং বোলাররা নেটে অনুশীলন করেছেন।
তবে প্রথম ম্যাচ খেলতে নামার আগে অস্বস্তিও কম নেই নাইট শিবিরে (KKR- Punjab Kings)। শ্রেয়স আইয়ার চোটের কারণে খেলতে পারবেন না। নীতীশ রানার মতো অনভিজ্ঞ একজনের কাঁধে নেতৃত্বভার তুলে দেওয়াটা ঠিক হল না ভুল, সেটা প্রতিযোগিতা শুরুর পরই বোঝা যাবে। টপ অর্ডার বিশেষ করে ওপেনিং নিয়ে দুশ্চিন্তা থাকছেই। উইকেটে থিতু হওয়ার মতো ওপেনার নেই। ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে নবাগত এন জগদীশনকে ওপেনার হিসেবে খেলানো হতে পারে। বিকল্প হিসেবে আফগানিস্তানের রহমতুল্লাহ গুরবাজ আছেন। তিনি বুধবারই দলের সঙ্গে যোগ দিয়েছেন। তিন নম্বরে হয়তো ব্যাট করবেন অধিনায়ক নীতীশ। বাংলাদেশের লিটন দাসকে ৯ এপ্রিলের আগে পাওয়া যাবে না। তাই টপ অর্ডারে প্রথম দুই ম্যাচে তাঁকে পাওয়া যাবে না। শাকিব আল হাসান অবশ্য শুক্রবার আয়ারল্যান্ড ম্যাচ খেলেই নাইট শিবিরে যোগ দেবেন। প্রথম ম্যাচে অবশ্য বাংলাদেশের অধিনায়ককে পাওয়ার সম্ভাবনা কম।
প্রথম একাদশে বিদেশি নির্বাচন করতে গিয়েও সমস্যা হতে পারে নাইটদের। ধরে নেওয়া হচ্ছে, নারিন ও রাসেল খেলবেনই। উইকেটকিপার-ব্যাটার হিসেবে গুরবাজ খেললে টিম সাউদি, লকি ফার্গুসন, শাকিবের মধ্যে একজনকে খেলানো যাবে। পেস-স্পিনের মিশেলে নাইট বোলিংয়ে অবশ্য ভারসাম্য রয়েছে। রাসেল, ফার্গুসন, সাউদিদের সঙ্গে ভারতীয় পেসার উমেশ যাদব, শার্দূল ঠাকুররা রয়েছেন। স্পিন বিভাগে নারিনের সঙ্গে থাকছেন বরুণ চক্রবর্তী।
আরও পড়ুন- নাম বলতে চাপ, সিবিআই-ইডির অভিষেকের বক্তব্য প্রতিষ্ঠা করলেন শাহ