নাম বলতে চাপ, সিবিআই-ইডির অভিষেকের বক্তব্য প্রতিষ্ঠা করলেন শাহ

Must read

প্রতিবেদন : বুধবার শহিদ মিনারের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেছিলেন, তদন্তের সময় তৃণমূল নেতাদের সিবিআই-ইডি চাপ দেয় তাঁর অথবা উচ্চ নেতৃত্বের নাম বলার জন্য। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের প্রতিধ্বনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর (HM Amit Shah) মুখে। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, মোদিজিকে ফাঁসানোর জন্য সিবিআই আমার উপর চাপ দিয়েছিল। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে যথার্থ তা অমিত শাহই পরিষ্কার করে দিয়েছেন। রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জন্য তদন্তকারী এজেন্সিগুলিকে বারবার কাজে লাগিয়েছে কেন্দ্রের সরকার। বর্তমান বিজেপি সরকার নগ্নভাবে এদের শুধু কাজে লাগিয়েছে তাই নয়, বিরোধী নেতাদের ‘জব্দ’ করতে শাখা সংগঠনে পরিণত করেছে। তৃণমূল কংগ্রেস বিগত কয়েক বছর থেকেই এই অভিযোগ প্রকাশ্যে জানিয়ে আসছিল। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সেই কথাই স্বীকার করে নেওয়ায় প্রমাণিত হয়ে গেল কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কেন্দ্রের সরকার নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার কাজে ব্যবহার করে।

শহিদ মিনারের সভায় কী বলেছিলেন অভিষেক? তাঁর অভিযোগ ছিল, মদন মিত্র এবং কুণাল ঘোষ এজেন্সির হেফাজতে থাকার সময় তাঁদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল তাঁরা যাতে অভিষেকের নাম বলেন। অভিষেকের (Abhishek Banerjee) ভাষায়, এদের বলা হয়েছিল আমার নাম নিলেই ছেড়ে দেবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী এজেন্সির অপব্যবহারের উদাহরণ দিতে গিয়ে বলেছেন, মোদিজিকে ফাঁসানোর জন্য সিবিআই আমার উপর চাপ দিয়েছিল। তবু বিজেপি কখনও হইচই করেনি।

আরও পড়ুন- সুপ্রিম কোর্টের বিচারপতিকে আক্রমণ হাইকোর্টের বিচারপতির

Latest article