প্রতিবেদন : কর্নাটকের (Karnataka Election- BJP) ভোটে এবার পালাবদলের স্পষ্ট ইঙ্গিত। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সমীক্ষা বলছে, দক্ষিণের এই রাজ্যে শোচনীয় পরাজয় ঘটতে চলেছে বিজেপির। ক্ষমতায় ফিরতে চলেছে কংগ্রেস। পূর্বাভাস মিললে ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে বিজেপি বড় মাপের ধাক্কা খাবে। এবিপি ও সি-ভোটারের সমীক্ষা বলছে, বর্তমান পরিস্থিতিতে ২২৪ আসনের কর্নাটক বিধানসভায় বিজেপি বড়জোর ৬৮ থেকে ৮০টি আসন পেতে পারে। কংগ্রেস একাই ১১৫ থেকে ১২৭টি আসন নিয়ে ক্ষমতায় ফিরবে। অন্যদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়ার জনতা দল সেকুলার পেতে পারে ২৩ থেকে ৩৫টি আসন। ওই সমীক্ষায় বলা হয়েছে, আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি (Karnataka Election- BJP) ভোট পেতে পারে ৩৭ শতাংশ। কংগ্রেসের ঝুলিতে যেতে পারে ৪৪ শতাংশ ভোট। ওই সমীক্ষা রিপোর্টে স্পষ্ট হয়ে গিয়েছে যে, কর্নাটকে বিজেপি কোনওভাবেই ক্ষমতায় ফিরছে না। এই ফল মিললে দক্ষিণ ভারত থেকে নিশ্চিহ্ন হবে বিজেপি। ৫ বছর আগের নির্বাচনেও বিজেপি মানুষের রায়ে এই রাজ্যে ক্ষমতা দখল করতে পারেনি। কর্নাটকে ক্ষমতা দখল করেছিল কংগ্রেস ও জেডিএস জোট। কিন্তু বিজেপি কৌশলে জেডিএস-এর মধ্যে ফাটল ধরিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করে। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে উঠেছে একের পর এক দুর্নীতির অভিযোগ। সরকারি কাজে ৪০% কাটমানি নেওয়ার অভিযোগ ঘিরে নাস্তানাবুদ সরকার। প্রবল প্রতিষ্ঠানবিরোধী হাওয়া রাজ্য জুড়ে।
আরও পড়ুন- চার বছর পর দেশের মাঠে আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান