চার বছর পর দেশের মাঠে আজ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান

মোতেরায় টক্কর হার্দিক-ধোনির

Must read

আমেদাবাদ, ৩০ মার্চ : গতবার যেখানে থেমেছিল, এবার সেখান থেকেই শুরু করতে চায় গুজরাট টাইটানস (Gujarat Titans)। তারা গতবার প্রথম খেলে চ্যাম্পিয়ন হয়েছিল। শুক্রবার আইপিএলের (IPL) উদ্বোধনী ম্যাচে হার্দিক পাণ্ডিয়ারা খেলবেন চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে।
মোতেরায় প্রথম ম্যাচের আগে সন্ধ্যা ছ’টা থেকে ৪৫ মিনিটের উদ্বোধনী (IPL) অনুষ্ঠান রয়েছে। তাতে বলিউডের শিল্পীরা থাকবেন। লেসার শো-রও ব্যাবস্থা রয়েছে। চার বছর পর দেশের মাঠে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে জমকালো প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে।

এবার ১২টি শহরে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে গ্রুপ লিগের ৭০টি ম্যাচ হবে। চার বছর বাদে এই প্রথম হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে এবার। গতবার দশ দলের টুর্নামেন্ট হলেও বেশিরভাগ ম্যাচ হয়েছিল মুম্বই ও পুণেতে। শুক্রবার প্রথম ম্যাচে এক লাখ দর্শক হাজির হতে পারেন।
আইপিএলে এবার ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ থাকছে। যা নিয়ে অনেক চর্চা হয়েছে। দিল্লি ক্যাপিটালসের কোচ রিকি পন্টিং এটা নিয়ে অনেক কথা বলেছেন। হার্দিকরা শুক্রবারের ম্যাচে ডেভিড মিলারকে পাচ্ছেন না। ফলে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে আর সাই কিশোর ও শিবম মাভির নাম ঘোরাফেরা করছে।
গতবারের চ্যাম্পিয়ন দল হিসাবে হার্দিকের দলের উপর সবার নজর থাকবে। কিন্তু বিশেষ নজর থাকবে ধোনির উপরেও। ৪২ চলছে। রোহিত শর্মা দাবি করেছেন, ধোনি আরও দু-তিন বছর খেলে দিতে পারেন। কিন্তু তাঁর মনে কি আছে সেটা ধোনিই জানেন। তাঁকে অনেকদিন পর দেখতে পাবেন ভক্তরা।

আরও পড়ুন- এলেন নারিন, কাল মোহালিতে পাঞ্জাব ম্যাচ

গতবার দুটি ম্যাচেই হার্দিকরা চেন্নাইকে হারিয়েছিলেন। এবার সিএসকে জবাব দেওয়ার চেষ্টা করবে। রবীন্দ্র জাদেজা ছন্দে রয়েছেন। ধোনি প্র্যাকটিসে বিশাল-বিশাল ছক্কা হাঁকিয়েছেন। তার উপর বেন স্টোকসকে তারা ১৬.২৫ কোটি টাকায় কিনেছে। গুজারাট যেমন কিনেছে কেন উইলিয়ামসকে।
ধোনি অবশ্য প্র্যাকটিসে হাঁটুতে চোট পাওয়ার পর তাঁকে ঘিরে সংশয় তৈরি হয়েছিল। কিন্তু সিএসকে অধিনায়ক পুরো ফিট। এই ম্যাচে তিনি খেলবেন। বৃহস্পতিবার ক্যাপ্টেনদের ফটো সেশনেও ছিলেন। তবে স্টোকস প্রথম দিকে শুধু ব্যাটই করবেন। তিনি বল করার জায়গায় নেই।

Latest article