প্রতিবেদন : রাজ্যে যাতে কোনও ভাবে নিষিদ্ধ শব্দবাজি উৎপাদন না হয় তা নিশ্চিত করতে এবার চালানো হবে কঠোর নজরদারি। এই নজরদারির কাজে জেলা শাসকদের নোডাল অফিসারের দায়িত্ব দেওয়া হচ্ছে। শুক্রবার পরিবেশমন্ত্রী মানস ভূইঁয়া এ কথা জানিয়েছেন। কলকাতায় পরিবেশ ভবনে এদিন দমকল বিভাগের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে মানসবাবু জানান, শীর্ষ আদালতের নির্দেশিকা মেনে রাজ্যে নব্বই ডেসিবেলের বেশি শব্দ হয় এমন বাজি তৈরির উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আরও পড়ুন-যাবজ্জীবন কারাদণ্ড
কিন্তু নজরদারির অভাবের কারণে এখনও অনেক জায়গাতেই লুকিয়ে-চুরিয়ে নিষিদ্ধ বাজি তৈরি হয়। যা গোটা রাজ্যে ছড়িয়ে পড়ে। এবার তাই বেআইনি বাজির উৎসেই আঘাত হানার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে নিষিদ্ধ বাজির বিকল্প হিসাবে রাজ্যে পরিবেশবান্ধব সবুজ বাজির ক্লাস্টার তৈরি করার পরিকল্পনা নিয়েছে সরকার। সেই ক্লাস্টার থাকবে ক্ষুদ্র ও মাঝারি শিল্প দফতরের অধীনে। এবং এখানেও এক জানালা ব্যবস্থা নেওয়া হবে। মানসবাবু প্রসঙ্গত আরও জানান পাঁচ কেজি পর্যন্ত সবুজ বাজির মশলা তৈরির ক্ষেত্রে জেলাশাসকদের কাছ থেকে আগাম অনুমতি নিতে হবে। এর বেশি অর্থাৎ ৫০ কেজি মশলার ক্ষেত্রে পেট্রোলিয়াম অ্যান্ড এক্সপ্লোসিভ সেফটি অর্গানাইজেশন— পেসোর লাইসেন্স লাগবে।