দিল্লিতে মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত বাংলার ৪, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর

Must read

মর্মান্তিক কাণ্ড। দিল্লিতে (Delhi) মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। তাঁর মধ্যে ৪ জন বাংলার। তাঁদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৃতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও ঘোষণা করেছেন তিনি।

টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “দিল্লিতে (Delhi) দুর্ভাগ্যজনক ঘটনায় বাংলার ৪ জন প্রাণ হারিয়েছেন। মালদহের তিন জন এবং উত্তর দিনাজপুরের এক জন মারা গিয়েছেন। মৃতদের পরিবারের সদস্যদের জন্য রইল আমার সমবেদনা। ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের পাশাপাশি মৃতদের পরিবারের জন্য সব রকম সাহায্য নিশ্চিত করা হবে।’’

রাতে ঘুমনোর সময় মশার ধূপ জ্বেলে ঘুমিয়েছিল গোটা পরিবার। শুক্রবার সকালে সেই বাড়িতেই মর্মান্তিক কাণ্ড। দিল্লির শাস্ত্রী পার্ক এলাকার একটি বাড়িতে ৬ জনেরই ঘুমের মধ্যেই দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে খবর।

আরও পড়ুন: ইন্দো-গাঙ্গেয় ৩৭ জেলা বায়ুদূষণের হটস্পট চিহ্নিত

Latest article