মেয়ো রোডে উল্টে গেলো যাত্রীবোঝাই বাস, আহত একাধিক

Must read

ভয়াবহ পথ দুর্ঘটনা কলকাতার মেয়ো রোডে (Mayo Road)। শনিবার বিকেলে মেয়ো রোডের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল মিনিবাস। বাসটি ছিল মেটিয়াবুরুজ হাওড়া রুটের। ভিতর থাকা যাত্রীরা বাসের নীচে আটকে পড়েন বলে খবর। তাঁদের উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। জানলা ভেঙে আটকে পড়া যাত্রীদের বাসের বাইরে বের করে আনা হয়। জানা গিয়েছে, বাসের মোট ১৬ জন যাত্রী আহত হয়েছেন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকেই এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়েছে।

তবে মিনিবাসটি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। গোটা ঘটনায় চরম আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দীর্ঘক্ষণ মেয়ো রোডে (Mayo Road) স্তব্ধ হয়ে যায় যান চলাচল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শনিবার বিকেলে হাওড়া থেকে মেটিয়াবুরুজের দিকে যাচ্ছিল ওই মিনিবাসটি। কিন্তু মেয়ো রোডের কাছে একটি বাইককে ওভারটেক করতে গিয়ে বাসটি উল্টে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বাসটি এমন ভাবে উল্টে যায় যে, যাত্রীদের বার করা সম্ভব হচ্ছিল না। পরে পুলিশ এবং পথচলতি মানুষ এসে বাসের সামনে এবং পিছনের কাচ ভেঙে যাত্রীদের বের করে। তবে বাসযাত্রীদের পাশাপাশি আহত হয়েছেন ওই বাইক আরোহীও। তাঁর বাইকটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরও পড়ুন: আমেরিকার ইতিহাসে প্রথম প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে দায়ের হল ফৌজদারি মামলা

এদিকে দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য মেয়ো রোডের একটি অংশে যানচলাচল বন্ধ করে দেয় পুলিশ। উল্টে যাওয়া বাসটিকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য ঘটনাস্থলে নিয়ে আসা হয় ক্রেন। তবে বাসের চালক ও কন্ডাক্টরকে ইতিমধ্যে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করছে পুলিশ।

Latest article