প্রতিবেদন : তিন দেশের তিন বিজ্ঞানী ২০২১ সালে পদার্থবিদ্যায় নোবেল সম্মান পেলেন। নোবেল সম্মানপ্রাপ্ত তিন বিজ্ঞানী হলেন সিকুরো মানাবে, জর্জিও প্যারেসি, ক্লাউস হ্যাসেলম্যান। মঙ্গলবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি বা নোবেল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, পদার্থবিদ্যার জটিল বিষয়গুলি আবিষ্কারের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করেছেন এই তিন বিজ্ঞানী। সে কারণে তাঁদের সর্বোচ্চ সম্মান প্রদান করা হল। করোনাজনিত পরিস্থিতিতে নিজেদের দেশে বসেই তাঁরা পুরস্কারের শংসাপত্র হাতে পাবেন।
আরও পড়ুন : সংখ্যালঘুদের খুন করে বদলা তালিবান জঙ্গিদের
সিকুরো জাপানের বিজ্ঞানী। তিনি আবহাওয়া ও জলবায়ু বিশেষজ্ঞ হিসেবে পরিচিত। ৯০ বছর বয়স্ক সিকুরো প্রথম কম্পিউটারের মাধ্যমে জলবায়ুর পরিবর্তন ও গতিবিধি খতিয়ে দেখার পদ্ধতি আবিষ্কার করেন। ভূপৃষ্ঠে কার্বন ডাই-অক্সাইডের মাত্রা বৃদ্ধির ফলে কীভাবে তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে গবেষণা করে তিনি নোবেল সম্মান পেলেন। বিজ্ঞানী জর্জিও প্যারেসি ইতালির মানুষ। পদার্থবিদ্যার জটিল উপকরণগুলির মধ্যে লুকানো সম্পর্ক আবিষ্কার করেই তিনি নোবেল সম্মান পেলেন। ৭৩ বছরের এই বিজ্ঞানীর গবেষণা আগামী দিনে পদার্থবিদ্যার অনেক জটিল রহস্য সমাধানে বিশেষ সহায়ক হবে বলে মনে করছে নোবেল কমিটি। বিজ্ঞানী হাসেলম্যান জার্মানির একজন সমুদ্রবিদ হিসেবেই পরিচিত। গোটা দুনিয়া তাঁকে ‘হাসেলম্যান থিওরির’ জন্য চেনে। এই থিওরিই ৮৯ বছরের জার্মান বিজ্ঞানীকে নোবেল সম্মান এনে দিল। হাসেলম্যান থিওরি মূলত জলবায়ু ও আবহাওয়ার মধ্যে সংযোগ তৈরি করেছে। হাসেলম্যান প্রমাণ করে দিয়েছেন, মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের ব্যবহারে যে কার্বন ডাই-অক্সাইড নির্গত হয় সেটাই পৃথিবীতে তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ।