সংখ্যালঘুদের খুন করে বদলা তালিবান জঙ্গিদের

Must read

কাবুল : আফগানিস্তানের ক্ষমতা দখলের পর তালিবান বলেছিল বিশ্ববাসী এবার তালিবান ২ সরকার দেখবে। তালিবানরা এখন অনেক সহিষ্ণু। বদলার রাজনীতি করবে না। অথচ ক্ষমতা দখলের এক মাসের মধ্যেই ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে তাদের নৃশংস চরিত্র। চলতি সপ্তাহের শুরুতেই অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের এক রিপোর্টে থেকে জানা গিয়েছে, ৩০ অগাস্ট তালিবান সে দেশের সংখ্যালঘু হাজারা সম্প্রদায়ের ১৩ জন সদস্যকে নৃশংসভাবে খুন করেছে। মৃতদের মধ্যে রয়েছে ১৭ বছরের এক কিশোরী।
অ্যামনেস্টির রিপোর্ট থেকে জানা গিয়েছে, ৩০ অগাস্ট আফগানিস্তানের সংখ্যালঘু অধ্যুষিত খিদির জেলায় প্রায় ৩০০ জন তালিবানি যোদ্ধা প্রবেশ করে।

আরও পড়ুন : লাখিমপুর নিয়ে নীরব কেন মোদি, উঠছে

এরপরই সেখানকার এক প্রত্যন্ত গ্রামে গিয়ে তালিবানরা বাড়ি থেকে ডেকে বের করে ১৩ জনকে নৃশংসভাবে খুন করে। মৃতদের মধ্যে রয়েছে আফগান সেনার ১১ জন প্রাক্তন সদস্য এবং মাসুমা নামে ১৭ বছরের এক কিশোরী। খুন করার পর ৯টি দেহ জঙ্গিরা কাছেই একটি নদীতে ভাসিয়ে দেয়। হয় বাকি দু’টি দেহ ওই গ্রামেই ফেলে রাখে জঙ্গিরা। এর আগে ক্ষমতা দখলের মাত্র চারদিন পর অর্থাৎ ১৯ অগাস্ট হাজারা সম্প্রদায়ের ৯ সদস্যকে খুন হতে হয়েছিল তালিবানের হাতে।

Latest article