প্রতিবেদন : মহানগরীর দূষণ রুখতে সবুজের বাফার জোন (Buffer Zone)। উদ্যোক্তা কলকাতা পুরসভা। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট দফতরকে সঙ্গে নিয়ে এই সবুজের (Buffer Zone) অভিযানে নেমেছে পুরসভার উদ্যান বিভাগ। সামনের ৬ মাসে শহরের বিভিন্ন এলাকায় রাস্তার ধার বরাবর ১ লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। বর্ষার আগেই এই কাজ সম্পূর্ণ করতে চায় পুরসভা। লক্ষ্য, পথচলতি গাড়ি থেকে নির্গত দূষিত বায়ু থেকে পথচারী এবং স্থানীয় বাসিন্দাদের রক্ষা করা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বৃক্ষরোপণ পর্ব শুরু হয়েছিল গত বছরেই। গড়িয়াহাট রোড, ঢাকুরিয়া, যাদবপুর, গলফ গ্রিন, নিউ আলিপুর, সিআইটি রোড এবং বিধান সরণির সুদীর্ঘ এলাকা জুড়ে রাজপথের ধারে প্রায় ১ লক্ষ গাছ লাগানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে। জি-২০ সামিট উপলক্ষে ইএম বাইপাসের উল্টোডাঙা থেকে পরমা আইল্যান্ড পর্যন্ত, পার্ক সার্কাস কানেক্টরের তপসিয়া মোড় পর্যন্ত প্রচুর গাছ লাগানো হয়েছিল পুরসভার উদ্যোগে। সেক্ষেত্রে অবশ্য মূল লক্ষ্য ছিল সৌন্দর্যায়ন। লক্ষণীয়, এবারের পুরবাজেটেও দূষণবিরোধী লড়াইয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে সবুজায়নে।
আরও পড়ুন- জয়েন্টে কোটায় ভর্তি, বসুর দুর্নীতি প্রকাশ্যে আনলেন মন্ত্রী উদয়ন গুহ