জয়েন্টে কোটায় ভর্তি, বসুর দুর্নীতি প্রকাশ্যে আনলেন মন্ত্রী উদয়ন গুহ

Must read

প্রতিবেদন : এবার বাম জমানায় জ্যোতি বসুর আমলের জয়েন্ট দুর্নীতি ফাঁস করলেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ (Minister Udayan Guha)।  (Udayan Guha) বললেন, আমার বাবা কমল গুহ কোনওদিন টাকা দিয়ে চাকরি নেননি। এটা বাস্তব, ফার্স্ট ডিভিশন পেয়েও চাকরি পাননি অনেকে। অথচ থার্ড ডিভিশন পাওয়া ছেলে-মেয়েকে চাকরি দিয়েছেন বাবা। বলতে লজ্জা নেই, এটা তো একরকমের দুর্নীতি। প্রশ্ন হল, জ্যোতি বসু দুর্নীতি করেননি? একসময়ে জয়েন্টে আসন কম ছিল। ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিংয়ে ১০টি করে কোটা ছিল মুখ্যমন্ত্রীর। কত অযোগ্য ভর্তি হয়েছে। দিনহাটার সিপিএম নেতা মানিক দত্তের ছেলে সেকেন্ড ডিভিশনে পাশ করেও ডাক্তার হয়েছেন। দুর্নীতি নয়? তৃণমূলের দাবি, কোটায় সুযোগ পাওয়াদের তালিকা প্রকাশ করুক সিপিএম।

আরও পড়ুন-গদ্দারকে হতাশ করলেন বোস

Latest article