আজ খেজুরিতে মুখ্যমন্ত্রী

Must read

প্রতিবেদন : আজ সোমবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Khejuri- Mamata Banerjee) চারদিনের পূর্ব মেদিনীপুর জেলা সফর। খেজুরির (Khejuri- Mamata Banerjee) ঠাকুরনগরে প্রশাসনিক জনসভা দিয়ে শুরু হবে এই সফর। ৩ থেকে ৬ এপ্রিল এই চারদিনের সফরকে কেন্দ্র করে ইতিমধ্যে গোটা জেলা জুড়ে সাজ সাজ রব। পাশাপাশি কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা জেলা। প্রশাসনিক এবং দলীয় সূত্রে খবর, আজ বেলা ১টায় খেজুরিতে প্রশাসনিক সভা করে মুখ্যমন্ত্রী দিঘা পৌঁছবেন।

আরও পড়ুন- জয়েন্টে কোটায় ভর্তি, বসুর দুর্নীতি প্রকাশ্যে আনলেন মন্ত্রী উদয়ন গুহ

৪ এপ্রিল, মঙ্গলবার সকালে ‘দুয়ারে সরকার’-এর (Duare Sarkar) একটি ক্যাম্প ঘুরে দেখবেন। এরপর দুপুর ২টোয় দিঘার হেলিপ্যাড ময়দানে বুথকর্মী সম্মেলন করবেন। ৫ এপ্রিল, বুধবার দিঘায় নির্মীয়মাণ জগন্নাথ মন্দিরের কাজকর্ম খতিয়ে দেখবেন তিনি। তারপর ৬ এপ্রিল, বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন। আজকের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বিভিন্ন প্রকল্পের উপভোক্তাদের হাতে পরিষেবা প্রদান করবেন। যেখানে ৪৫৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। পাশাপাশি নতুন করে ৪৭টি প্রকল্পের শিলান্যাস করবেন। মুখ্যমন্ত্রী স্বয়ং সভামঞ্চ থেকে ৫০ জন উপভোক্তাকে নিজের হাতে পরিষেবা প্রদান করবেন। এছাড়াও সভাস্থল থেকে ১৮ হাজার উপভোক্তাকে পরিষেবা প্রদান করা হবে।

Latest article