প্যারিস, ৩ এপ্রিল : উষ্ণ অভ্যর্থনা বদলে গেল বিদ্রুপে! জাতীয় দলের হয়ে উৎসবে মেতেছিলেন লিওনেল মেসি। কিন্তু রবিবার রাতে অলিম্পিক লিয়ঁর কাছে ০-১ গোলে পিএসজির হারের পর, ক্লাব সমর্থকদের বিদ্রুপের শিকার হলেন আর্জেন্টাইন মহাতারকা। মাথা হেঁট করেই মাঠ ছাড়তে হল মেসিকে।
আরও পড়ুন-বিরাট কীর্তি
ঘরের মাঠে হারের ধারাবাহিকতা বজায় রাখল মেসির ক্লাবও। আন্তর্জাতিক বিরতির আগে ঘরের মাঠে রেঁনের কাছে ০-২ গোলে হেরেছিল পিএসজি। এবার লিয়ঁর কাছে হার। চোটের জন্য নেইমার দ্য সিলভা এই ম্যাচেও ছিলেন না। তবে মেসি, কিলিয়ান এমবাপেরা ছিলেন। প্রথমার্ধের খেলা গোলশূন্যভাবে শেষ হওয়ার পর, ৫৬ মিনিটে লিয়ঁর হয়ে জয়সূচক গোল করে গেলেন ব্র্যাডলি বারকোলা। বাকি সময় অনেক চেষ্টা করেও গোল শোধ করতে ব্যর্থ মেসিরা।
আরও পড়ুন-কেরলে চলন্ত ট্রেনে পুড়িয়ে খুন, শিশু-সহ ৩ যাত্রী মৃত
জাতীয় দলে দুর্দান্ত ফর্মে থাকা মেসি নিজের সেরা ফর্মের ধারেকাছেও ছিলেন না। এমবাপেও পুরোপুরি ব্যর্থ। তবুও গোল করার সুযোগ পেয়েছিল পিএসজি। কিন্তু তা কাজে লাগেনি। তবে একেবারে শেষ সময়ে পিএসজিকে একটি ন্যায্য পেনাল্টি থেকে বঞ্চিত করেন রেফারি। হেরে গেলেও অবশ্য ২৯ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে ফরাসি লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। তবে এই হারের পর মেসির সঙ্গে ক্লাবের চুক্তি নবীকরণ আরও জটিল হয়ে গেল।