বিরাট কীর্তি

আইপিএলের ইতিহাসে ডেভিড ওয়ার্নারের পর বিরাট দ্বিতীয় ক্রিকেটার, যিনি পঞ্চাশবার হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করেছেন।

Must read

বেঙ্গালুরু : আইপিএলের শুরুতেই চেনা ছন্দে বিরাট কোহলি। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪৯ বলে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলার পথে আরও একটি মাইলস্টোন ছুঁয়ে ফেলেছেন কিং কোহলি। আইপিএলের ইতিহাসে ডেভিড ওয়ার্নারের পর বিরাট দ্বিতীয় ক্রিকেটার, যিনি পঞ্চাশবার হাফ সেঞ্চুরি বা তার বেশি রান করেছেন।

আরও পড়ুন-কেরলে চলন্ত ট্রেনে পুড়িয়ে খুন, শিশু-সহ ৩ যাত্রী মৃত

এই মুহূর্তে বিরাট আইপিএলে ৪৫টি হাফ সেঞ্চুরি এবং ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। অন্যদিকে, ওয়ার্নারের ঝুলিতে রয়েছে ৫৬টি আইপিএল হাফ সেঞ্চুরি এবং ৪টি সেঞ্চুরি। অর্থাৎ সব মিলিয়ে ৬০ বার পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন ওয়ার্নার। তিন নম্বরে রয়েছেন শিখর ধাওয়ান। তিনি আইপিএলে ৪৭টি হাফ সেঞ্চুরি এবং ২টি সেঞ্চুরি করেছেন।

Latest article