ধোনির মঞ্চে নায়ক মইন

চেন্নাই সুপার কিংস ২১৭/৭ (২০ ওভার) লখনউ সুপারজায়ান্টস ২০৫/৭ (২০ ওভার)

Must read

চেন্নাই, ৩ এপ্রিল : চিপকে ফের জয়ধ্বনি! দীর্ঘ চার বছর পর ফের ঘরের মাঠে নেমেছিল চেন্নাই সুপার কিংস (CSK- lucknow super giants)। টস করতে মহেন্দ্র সিং ধোনি যখন মাঠে নামলেন, তখন গ্যালারি থেকে শুধুই ধোনি, ধোনি রব। সেই চিৎকার চলল গোটা ম্যাচ জুড়ে।
পরে ব্যাট হাতে ধোনি ক্রিজে এসে মার্ক উডের প্রথম দুটো বলই যখন ‘বাপি বাড়ি যা’ স্টাইলে মাঠের বাইরে উড়িয়ে দিলেন, তখনই গ্যালারিতে জয়ের উৎসব শুরু হয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচটা ১২ রানে জিতেই মাঠ ছাড়লেন ধোনিরা।
প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২১৭ রান তুলেও অবশ্য খুব একটা স্বস্তিতে ছিল না চেন্নাই (CSK- lucknow super giants)। বরং লখনউ সুপারজায়ান্টসের দুই ওপেনার কে এল রাহুল ও কাইল মেয়ার্স যেভাবে ঝড়ের বেগে রান তুলছিলেন, তাতে গ্যালারিতে টেনশন বাড়ছিল। কিন্তু মোক্ষম চালে ম্যাচের রং পাল্টে দিলেন সেই ধোনি! পেসারদের বদলে ক্যাপ্টেন কুল নিয়ে এলেন অফস্পিনার মইন আলিকে। রাহুল (২০) ও মেয়ার্স (৫৩) দু’জনেই মইনের শিকার হয়ে প্যাভিলিয়নে ফিরলেন। শেষ পর্যন্ত ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের নায়ক মইন। কিছুটা লড়াই করলেন লখনউয়ের নিকোলাস পুরান (৩২) ও আয়ুষ বাদনি (২৩)। কিন্তু তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

আরও পড়ুন- জয়ী ব্যান্ডকে বাদ্যযন্ত্র মুখ্যমন্ত্রীর

এদিন চেন্নাইয়ের বড় ইনিংসের ভিত গড়ে দিয়েছিলেন দুই ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় ও ডেভন কনওয়ে। জাতীয় দলে সুযোগ পেয়ে ব্যর্থ হয়েছিলেন। কিন্তু আইপিএলের ২২ গজে ব্যাট হাতে নামলেই ঋতুরাজ যেন বদলে যান। প্রথম ম্যাচে ৯২ রানের পর এদিন ৩১ বলে ৫৭ রানের ইনিংস এল সিএসকে ওপেনারের ব্যাট থেকে। বাঁ হাতি কনওয়ে করলেন ২৯ বলে ৪৭। দু’জনে মিলে প্রথম উইকেটে ঝড়ের গতিতে ১১০ রান তুলে যোগ করেছিলেন।

তবে সেই সুযোগটা পুরোপুরি নিতে পারলেন না বাকিরা। নাহলে স্কোরবোর্ডে আরও বেশি রান উঠত। শিবম দুবে আশা জাগিয়েও ১৬ বলে ২৭ করে আউট হলেন। মইন আলি (১৯) ও বেন স্টোকস (৮) এই ম্যাচেও হতাশ করলেন। রান পেলেন না জাদেজাও (৩)। ধোনি (৩ বলে ১২ রান) ক্রিজে এসেই মার্ক উডের বলে পরপর দু’টি ছয় মারেন। পরের বলেই অবশ্য ফের ছয় হাঁকাতে গিয়ে আউট হন। অম্বাতি রায়াডু ১৪ বলে ২৭ রানে নট আউট। লখনউয়ের রবি বিষ্ণোই ২৮ রানে ৩ উইকেট নেন। উডের শিকার ৪৯ রানে ২ উইকেট।

Latest article