জয়ী ব্যান্ডকে বাদ্যযন্ত্র মুখ্যমন্ত্রীর

কথামতোই কাজ করলেন মুখ্যমন্ত্রী। ‘জয়ী’-র সদস্যদের কাছে পাঠালেন তাঁর ব্যবহৃত বাদ্যযন্ত্র। জানা গিয়েছে, নিজের ব্যবহার করা ইউকেলেলে

Must read

প্রতিবেদন : যেমন কথা তেমন কাজ। তৃণমূল কংগ্রেসের ছাত্র-যুবদের নিয়ে তৈরি ব্যান্ড ‘জয়ী’-র সদস্যদের হাতে কথামতো একতারা সহ বিভিন্ন সরঞ্জাম তুলে দেওয়া হল। রেড রোডে ধরনা মঞ্চে বসে তাঁদের গানবাজনা শুনে খুশি হয়ে ব্যান্ড বা গানের দল তৈরি করে দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাায়। ‘জয়ী’ নামটাও তাঁরই দেওয়া। মঞ্চ থেকেই কথা দিয়েছিলেন, ব্যান্ড চালানোর জন্য প্রয়োজনীয় বাদ্যযন্ত্রও নিজের সংগ্রহ থেকে তিনি দিয়ে দেবেন।

আরও পড়ুন-কুমির বাঁচাতে স্লোগান নিয়ে পথে বিদেশিরা

কথামতোই কাজ করলেন মুখ্যমন্ত্রী। ‘জয়ী’-র সদস্যদের কাছে পাঠালেন তাঁর ব্যবহৃত বাদ্যযন্ত্র। জানা গিয়েছে, নিজের ব্যবহার করা ইউকেলেলে। আর একটি একতারা ব্যান্ডের সদস্যদের উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন পরে আরও কিছু বাদ্যযন্ত্র তাঁদের কিনে দেওয়া হবে। মুখ্যমন্ত্রীর হয়ে ‘জয়ী’ দলের হাতে ওই দুটি বাদ্যযন্ত্র তুলে দেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। ব্যান্ডের সদস্যদের সঙ্গে ছিলেন দলের দুই যুবনেতা সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য। তাঁদের দু’জনকেই এই ব্যান্ডের কো-অর্ডিনেটর করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাসের ফোনে ‘জয়ী’-র প্রত্যেক সদস্যকে শুভেচ্ছাও জানান। স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছ থেকে ইউকেলেলে ও একতারার মতো বাদ্যযন্ত্র পেয়ে স্বভাবতই খুশি ব্যান্ডের সদস্যরা।

Latest article