হোমের ১১ নিখোঁজ, পরিদর্শনে সুদেষ্ণারা

সোমবার বহরমপুর কাজী নজরুল ইসলাম চিলড্রেন হোমে আসেন তিনি। এ ছাড়া বহরমপুর শিলায়ন হোমও পরিদর্শন করেন।

Must read

সংবাদদাতা, বহরমপুর : বহরমপুরের সরকারি হোমের ১১ জন কিশোর ছাত্র নিখোঁজের ঘটনায় পরিদর্শনে বহরমপুর এলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায়। সোমবার বহরমপুর কাজী নজরুল ইসলাম চিলড্রেন হোমে আসেন তিনি। এ ছাড়া বহরমপুর শিলায়ন হোমও পরিদর্শন করেন।

আরও পড়ুন-জয়ী ব্যান্ডকে বাদ্যযন্ত্র মুখ্যমন্ত্রীর

গত ৩০ মার্চ বৃহস্পতিবার হোম থেকে কাছের কৃষ্ণনাথ কলেজ স্কুলে গিয়ে নিখোঁজ হয়ে যায় ১১ জন কিশোর ছাত্র। ওরা প্রায় ১০ ফুট উঁচু পাঁচিল টপকে পালিয়েছিল। এখনও কারও খোঁজ মেলেনি। সেই ঘটনার খোঁজখবর নিতেই ওই সরকারি হোমে পৌঁছলেন রাজ্য শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ও অন্য আধিকারিকরা। তবে সুদেষ্ণা রুটিন ভিজিটে এসেছেন বলে জানান।

Latest article