সংবাদদাতা, নিমতা : দশ বছরের মাথায় নিমতা ফতুল্লাপুরে ১০ শয্যার স্বাস্থ্যকেন্দ্রকে ৩০ শয্যার হাসপাতালে উন্নীতকরণ করার কাজের শুভ উদ্বোধন হল, মঙ্গলবার সকালে, উত্তর দমদম পুরসভার ৪ নং ওয়ার্ডে। শিল্যান্যাস অনুষ্ঠানে ছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সাংসদ সৌগত রায়, স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম, সিনিয়র স্পেশাল সেক্রেটারি মহুয়া বন্দ্যোপাধ্যায়, শামানা পারভিন, আধিকারিক শরৎকুমার ঘোষ, উত্তর দমদম পুরপ্রধান বিধান বিশ্বাস, লোপামুদ্রা দত্তচৌধুরী, জেলা মুখ্য স্বাস্থ্য অধিকর্তা সমুদ্র গুপ্ত, সৌমেন দত্ত, মহুয়া শীল, বাসন্তী দে বিশ্বাস, রাজর্ষি বসু, শেখ নাজিমউদ্দিন, সুলতানা বানু প্রমুখ।
আরও পড়ুন-ফের শিরোনামে যোগীরাজ্য, বিজেপি নেতার ক্ষমতা প্রদর্শনের জেরে অ্যাম্বুলেন্সেই মৃত্যু রোগীর
রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে এই হাসপাতাল তৈরির পাশাপাশি এদিন একটি আয়ুর্বেদিক চিকিৎসাকেন্দ্রের উদ্বোধনও করা হয়। হাসপাতালের শিলান্যাস করে চন্দ্রিমা বলেন, শুধু উত্তর দমদমের মানুষ নয়, আশপাশের এলাকার মানুষও উপকৃত হবেন। নারায়ণস্বরূপ নিগম-সহ দফতরের সংশ্লিষ্ট আধিকারিকদের অভিজ্ঞতা, তৎপরতা ছাড়া কাজটা সম্ভব হত না। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও যথেষ্ট অবদান রয়েছে। সর্বোপরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব তো রয়েছেই। স্বাস্থ্যকেন্দ্রে অত্যাধুনিক আয়ুর্বেদিক কেন্দ্রেরও উদ্বোধন করেন চন্দ্রিমা। আইটিআই কলেজের শিলান্যাসের কাজও খুব শিগগিরই শুরু হবে। শুরু হবে ১৮৬ কোটি টাকার বিশুদ্ধ পানীয় জলের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট।