স্কুলের জমিতে বাড়ি করেছেন, অভিযুক্ত বাম পঞ্চায়েত সদস্য

জনৈক যতীন্দ্রনাথ মণ্ডল স্কুলভবন নির্মাণ ও ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য ১৫ শতক জায়গা দান করেছিলেন।

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : স্কুলের খেলার মাঠ দখল করে গোয়ালঘর এবং বাড়ি তৈরি করে সেখানে বসবাস করার অভিযোগ উঠল অনিল রায় নামে এক সিপিএম গ্রাম পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মুর্শিদাবাদের ফরাক্কা থানার বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতে যজ্ঞেশ্বরপুর গ্রামে। গ্রামের ছেলেমেয়েদের জন্য ১৯৪৫ সালে যজ্ঞেশ্বরপুর গ্রামে তৈরি হয় ৪ নম্বর নন্দদুলাল স্মৃতি প্রাথমিক বিদ্যালয়। জনৈক যতীন্দ্রনাথ মণ্ডল স্কুলভবন নির্মাণ ও ছাত্রছাত্রীরা যাতে খেলাধুলা করতে পারে তার জন্য ১৫ শতক জায়গা দান করেছিলেন। সম্প্রতি অভিযোগ উঠেছে, বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের বাম সদস্য অনিল স্কুলের জমির বেশ কিছুটা দখল করে বাড়ি তৈরি করে বাস করছেন।

আরও পড়ুন-দমদমের নিমতা ফতুল্লাপুরে স্বাস্থ্যকেন্দ্রে হচ্ছে ৩০ শয্যার হাসপাতাল

বেওয়া-২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস প্রধান ছোটন মেহরা বলেন, ওই বাম পঞ্চায়েত সদস্য কেবল যে স্কুলের জায়গা দখল করে বাড়ি নির্মাণ করেছেন তাই নয়, এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন। কিছুদিন আগে উনি পঞ্চায়েতে এসে আমাকে মারধরও করেছেন।
ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পার্থসারথি বিশ্বাস বলেন, আমি যোগদান করার পর থেকেই স্কুলের ঠিক পাশে ওই পঞ্চায়েত সদস্যের বাড়ি ও গোয়ালঘর দেখতে পেয়েছি। জানা নেই তিনি বেআইনিভাবে দখল করেছেন কি না। অনিলের বক্তব্য, বেআইনিভাবে দখল করেছি কেউ প্রমাণ করতে পারলে স্কুলের জায়গা ছেড়ে দেব।

Latest article