বিজেপি-ঘনিষ্ঠ রাজুর খুনে মূল চক্রীর খোঁজ

তার কথার সঙ্গে আব্দুল লতিফের গাড়িচালক নুর মহম্মদের কথায় অনেক অসঙ্গতি। নুরের দাবি, সেদিন রাজুর সঙ্গে একই গাড়িতে লতিফ ছিল

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বেআইনি কয়লা কারবারে অভিযুক্ত বিজেপি-ঘনিষ্ঠ রাজু ঝার খুনে ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে সন্দেহের ছায়া। মূল চক্রী ইলামবাজার নিবাসী গরুপাচারে অভিযুক্ত আব্দুল লতিফের খোঁজ এখনও পায়নি সিট। রবিবার দু’দফায় রাজুর সফরসঙ্গী ব্রতীন মুখোপাধ্যায়কে জেরা করেছেন সিটের গোয়েন্দারা। তার কথার সঙ্গে আব্দুল লতিফের গাড়িচালক নুর মহম্মদের কথায় অনেক অসঙ্গতি। নুরের দাবি, সেদিন রাজুর সঙ্গে একই গাড়িতে লতিফ ছিল।

আরও পড়ুন-স্কুলের জমিতে বাড়ি করেছেন, অভিযুক্ত বাম পঞ্চায়েত সদস্য

নুরের এই দাবি অস্বীকার করেছে ব্রতীন। প্রশ্ন উঠেছে, তাহলে কি রাজু ইডি-সিবিআইয়ের গোয়েন্দাদের কাছে বিজেপির শীর্ষ নেতাদের সঙ্গে তার সম্পর্কের রসায়ন নিয়ে মুখ খুলতে পারে, এই ভয়েই তাকে সরিয়ে দেওয়া হল? আব্দুল লতিফের সঙ্গে রাজুর ঘনিষ্ঠতা জেলায় সবার জানা। বোলপুর থেকে লতিফ প্রায়ই রাজুর সিটি সেন্টারের বিলাসবহুল হোটেলে এসে থাকত। পয়লা এপ্রিলও সেখানে ইফতার করে তার এসইউভি গাড়িতে কলকাতার উদ্দেশে রওনা হয়। কীভাবে সে ভোজবাজির মতো উধাও হয়ে গেল তা ভাবাচ্ছে গোয়েন্দাদের।

Latest article