বেসরকারি হাতে যাচ্ছে রাজ্যের দুই বন্দর

কলকাতা বন্দরের চেয়ারম্যান পি এল হরনাদ জানিয়েছেন, বর্তমানে কলকাতা ও হলদিয়া বন্দরের মাত্র দশ শতাংশ পণ্য পরিবহণ বেসরকারি হাতে রয়েছে

Must read

প্রতিবেদন : বেসরকারীকরণের দিকে আরেক ধাপ এগোল কলকাতা বন্দর। রেল, বিমান পরিষেবা, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মতো দেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই বন্দরকে ধাপে ধাপে বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা করেছে কেন্দ্রের মোদি সরকার। এবার বন্দর কর্তৃপক্ষের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হল, ২০৩০ সালের মধ্যে কলকাতা ও হলদিয়া বন্দরের পণ্য পরিবহণের পুরোটাই তুলে দেওয়া হবে বেসরকারি হাতে। সরকার অর্থাৎ বন্দর কর্তৃপক্ষের ভূমিকা হবে শুধুমাত্র জমি মালিকের।

আরও পড়ুন-বিজেপি-ঘনিষ্ঠ রাজুর খুনে মূল চক্রীর খোঁজ

কলকাতা বন্দরের চেয়ারম্যান পি এল হরনাদ জানিয়েছেন, বর্তমানে কলকাতা ও হলদিয়া বন্দরের মাত্র দশ শতাংশ পণ্য পরিবহণ বেসরকারি হাতে রয়েছে। ২০৩০ সালে এর ৮০ থেকে ১০০ শতাংশই বেসরকারি হাতে তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি জানিয়েছেন, এ সময় শুধুমাত্র বন্দরের পরিকাঠামো সরকারের হাতে থাকবে। কিন্তু বন্দরের যেটা মূল কাজ সেই পণ্য ওঠানো-নামানোর পুরোটাই চলে যাবে বেসরকারি হাতে। কলকাতা ও হলদিয়া বন্দরে বিভিন্ন প্রকল্প চলছে পিপিপি মডেলে। বন্দরের হাসপাতাল পর্যন্ত বেসরকারি হাতে দিয়ে দেওয়া হয়েছে। হলদিয়া বন্দরে ২ নম্বর বার্থটি টেন্ডারের মাধ্যমে একটি বড় বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। সেখানে স্বয়ংক্রিয় পদ্ধতিতে পণ্য পরিবহণের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-স্কুলের জমিতে বাড়ি করেছেন, অভিযুক্ত বাম পঞ্চায়েত সদস্য

বন্দর সংলগ্ন শালুকখালিতে বেসরকারি বিনিয়োগে পেট্রোলিয়াম সামগ্রীর জন্য বিশেষ জেটি নির্মিত হচ্ছে। কলকাতা বন্দরের খিদিরপুর ডকে মোট ছ’টি বার্থ বেসরকারি বিনিয়োগে ঢেলে সাজানো হয়েছে। আবার জলপথে পর্যটন প্রসারের জন্য কলকাতায় জেটি নির্মাণ ও নদীতীরের সৌন্দর্যায়ন প্রকল্পেও সেই মডেল চাইছে বন্দর কর্তৃপক্ষ। হলদিয়া বন্দরের ৫ নম্বর বার্থটির জন্য শীঘ্রই টেন্ডার ডাকা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। আগামী কয়েক বছরের মধ্যে কলকাতা ও হলদিয়া বন্দরে প্রায় ১৭০০ কোটি টাকা বিনিয়োগ হবে। বন্দর সূত্রে খবর, এর একটা বড় অংশই বেসরকারি।

Latest article