হাওড়া-কাণ্ডের জেরে কড়া পদক্ষেপ পুলিশের, ভাড়াটিয়ার তথ্য না দিলে ৬ মাস জেল

এখন থেকে পুলিশের কাছে ভাড়াটিয়াদের সমস্ত তথ্য জানাতে হবে। হাওড়া পুলিশ কমিশনারেটের সমস্ত থানায় এমনই নির্দেশ দেওয়া হল

Must read

সংবাদদাতা, হাওড়া : এখন থেকে পুলিশের কাছে ভাড়াটিয়াদের সমস্ত তথ্য জানাতে হবে। হাওড়া পুলিশ কমিশনারেটের সমস্ত থানায় এমনই নির্দেশ দেওয়া হল। স্থানীয় থানায় এই তথ্য না জানালে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় বাড়ির মালিকের ৬ মাস পর্যন্ত জেলও হতে পারে। শিবপুরে গোলামালের ঘটনার পর এই নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে উদ্যোগী হল পুলিশ। ভাড়াটিয়াদের এবং লিজে দেওয়া বাড়ির বাসিন্দাদের যাবতীয় তথ্য-পরিচয় অবিলম্বে জমা দেওয়ার জন্য বাড়ির মালিকদের নির্দেশ দিল পুলিশ।

আরও পড়ুন-বেসরকারি হাতে যাচ্ছে রাজ্যের দুই বন্দর

বাড়ির ভাড়াটিয়ার নাম, বাবার নাম, বয়স, জন্মতারিখ, স্থায়ী ঠিকানা, ভাষা, বাড়ির প্রত্যেক সদস্যের পরিচয়, টেলিফোন নম্বর, কতদিন ধরে ওই বাড়িতে রয়েছে—ভাড়াটিয়ার এই সমস্ত বিস্তারিত তথ্য বাড়ির মালিককে থানায় জানাতে হবে। শুধু তাই নয়, ভাড়াটিয়ার পরিবারের সমস্ত সদস্যের ছবি, কে তার সঙ্গে মালিকের পরিচয় করিয়ে দিয়েছে তার পরিচয়ও পুলিশকে জানিয়ে রাখতে হবে। কী কী তথ্য দিতে হবে তার একটি ফর্ম হাওড়া সিটি পুলিশের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে বা স্থানীয় থানা থেকে সংগ্রহ করে নিতে হবে।

আরও পড়ুন-বিজেপি-ঘনিষ্ঠ রাজুর খুনে মূল চক্রীর খোঁজ

হাওড়ার পুলিশ কমিশনার প্রবীণ ত্রিপাঠী জানান, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই এই নির্দেশ জারি করা হয়েছে। প্রতিটি থানাকেই এই ব্যাপারে তৎপর ও সজাগ থাকতে বলা হয়েছে। আগামী বৃহস্পতিবার বজরংবলীর উৎসব। ওই দিন যাতে ফের অশান্তি না হয় তার জন্য এখন থেকেই সতর্ক পুলিশ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও দলীয় কর্মী থেকে পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনীয় নজরদারি রাখার নির্দেশ দিয়েছেন।

Latest article