শিবিরেই স্বাস্থ্যসাথী কার্ড

সংখ্যাটা প্রায় ১৪০০০। বয়স্কদের জন্য আলাদা কাউন্টারে ইতিমধ্যে প্রায় ৫ হাজার মানুষ সুযোগ-সুবিধা পেতে বিভিন্ন প্রকল্পে দরখাস্ত জমা দিয়েছেন

Must read

সংবাদদাতা, মালদহ : চারদিনে প্রায় ৪৭ হাজার উপভোক্তা হাজির হন জেলার শিবিরগুলিতে। মঙ্গলবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক সম্মেলনে জানান জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া। তিনি বলেন, ছুটির দিনেও কিছু ব্লকের বিডিওরা শিবির চালু রেখেছিলেন। উপভোক্তার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেন।

আরও পড়ুন-হাওড়া-কাণ্ডের জেরে কড়া পদক্ষেপ পুলিশের, ভাড়াটিয়ার তথ্য না দিলে ৬ মাস জেল

সংখ্যাটা প্রায় ১৪০০০। বয়স্কদের জন্য আলাদা কাউন্টারে ইতিমধ্যে প্রায় ৫ হাজার মানুষ সুযোগ-সুবিধা পেতে বিভিন্ন প্রকল্পে দরখাস্ত জমা দিয়েছেন। মালতীপুর পঞ্চায়েতের কৃষ্ণডাঙার মোঃ আইস হক হৃদযন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন। গরিব পরিবার কীভাবে চিকিৎসা করাবে ভেবে পাচ্ছিল না। এক আত্মীয় ২ তারিখে শিবিরে যোগাযোগ করলে চাঁচল ২ ব্লকের বিডিও নিজে উদ্যোগ নিয়ে তাঁর স্বাস্থ্যসাথী কার্ড করে দেন। বর্তমানে চিকিৎসার জন্য তিনি কলকাতায় গিয়েছেন ওই কার্ড নিয়ে।

Latest article