সংবাদদাতা, বাঁকুড়া : প্রাথমিক শিক্ষকদের জন্য প্রযুক্তিগত বিশেষ প্রশিক্ষণের জন্য সরকার ভাবছে। এর ফলে আগামিদিনে আরও অনেক বেশি করে শিক্ষকরা টেকনোলজিক্যালি ও টেকনিক্যালি পারদর্শী হয়ে উঠবেন। বাঁকুড়ার রবীন্দ্রভবনে প্রাথমিক বিদ্যালয় শিক্ষকদের রাজ্যস্তরের প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করে একথা বলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Education Minister Bratya Basu)। ওই অনুষ্ঠানে ছিলেন প্রাথমিক শিক্ষা সংসদ সভাপতি গৌতম পাল, সহসচিব ড. পার্থ কর্মকার, খাদ্য ও সরবরাহ রাষ্ট্রমন্ত্রী জ্যোৎস্না মান্ডি, বাঁকুড়া জেলা পরিষদ সভাধিপতি তথা রায়পুরের বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু, তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী, বড়জোড়ার বিধায়ক অলোক মুখোপাধ্যায়, বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ, বাঁকুড়ার পুরপ্রধান অলকা সেন মজুমদার। এদিন এই অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী আচমকাই বাঁকুড়ার টাউন স্কুলে চলে যান। কীভাবে পঠন-পাঠন হচ্ছে তা সরেজমিনে দেখেন। কথা বলেন শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীদের সঙ্গেও। তিনি কিছু পরামর্শও দেন শিক্ষকদের। এর পাশাপাশি স্কুলে মিড ডে মিলের ব্যবস্থাও খতিয়ে দেখেন শিক্ষামন্ত্রী। স্কুলে শিক্ষামন্ত্রীকে কাছে পেয়ে আপ্লুল ছাত্র-ছাত্রী থেকে শিক্ষকরা। শিক্ষকদের প্রশিক্ষণ শিবির উদ্বোধনের পর শিক্ষামন্ত্রী (Education Minister Bratya Basu) আরও জানান, মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলা গড়ার লক্ষ্যে, শিক্ষাব্যবস্থার উন্নতি ঘটাতে হবে। ছাত্রছাত্রীদের বিশ্বের দরবারে পৌঁছে দিতে হবে আমাদের। সর্বোপরি সরকারি শিক্ষাব্যবস্থায় মানুষ ও অভিভাবকদের বিশ্বাস এবং মর্যাদা যাতে আরও বাড়ানো যায়, এজন্য আমাদের শিক্ষক সমাজকে, আরও সচেতনভাবে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে।
আরও পড়ুন- রাজু-খুনে বেশ কিছু উত্তর খুঁজছে সিট